পূর্ব বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ে হামলার অভিযোগ।

0
41

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-পূর্ব বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ে হামলার অভিযোগ। অভিযোগের তীর তৃণমূলের দিকে। অভিযোগ অতর্কিতে কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী জেলা বিজেপি কার্যালয়ে প্রবেশ করে এবং ভাঙচুর করে বেশ কয়েকটা বাইক সহ প্রাইভেট কার। ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপি জেলা সভাপতি অভিজিৎ তা জানিয়েছেন, তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতী হটাৎ কার্যালয়ে প্রবেশ করে, লাঠি-রড-পাথর-আগ্নেয়াস্ত্র নিয়ে। কার্যালয়ে ঢুকতেই আমাদের কার্যকর্তাদের সামনে পেলে মারধর করে এবং কার্যালয়ে থাকা বেশ কিছু জিনিসপত্র পাথর মেরে ভেঙে ফেলে। অভিজিৎ তা আরও জানান ভোট পরবর্তী হিংসা ছিল এবার ফলাফলের পরে তৃণমূলের দুষ্কৃতীরা এইভাবে তান্ডব করছে। আমরা পুলিশ কে বারবার জানাচ্ছি যাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পাশাপাশি ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূল নেতা দেবু টুডু বলেন, পূর্ব বর্ধমান জেলায় বিজেপি বলে আর কিছু নেই, সেটা ভোটের ফলাফল বুঝিয়ে দিয়েছে। আমি নিশ্চিত ঘটনা বিজেপির গোষ্ঠী কোন্দল। দিলীপ ঘোষ নিজেই বলেছেন তাকে হারানো হয়েছে, কাঠিবাজী হয়েছে, এবার এই ঘটনা তারই ফল। ঘটনায় কোনো ভাবে তৃণমূল কংগ্রেসের কেউ জড়িত নয়, অযথা দোষ চাপানো হচ্ছে নিজেদের কোন্দল ঢাকা দিতে।