নিজস্ব সংবাদদাতা, হবিবপুর—বাজারে জমা রয়েছে জলে সমস্যায় আইহো বাজার।নিকাশি সমস্যায় জেরে ভুক্তভোগী বাসিন্দারা।আইহো পঞ্চায়েতে আইহো বাজারে নিকাশি সমস্যায় ভুগছেন স্থানীয় বাসিন্দা থেকে বাজারে আসা বিভিন্ন এলাকার বাসিন্দারা।কয়েক দিন জন্য আগের বৃষ্টিতে আইহো বাজারের রাস্তায় জল জমে যায়।শুক্রবার সকাল থেকে দেখা গিয়েছে রীতিমতো কাদা জমে গিয়েছে। এতে নাজেহাল আইহো হাটখোলার দোকানদার ও বাসিন্দারা। * স্থানীয়দের অভিযোগ, আইহো পঞ্চায়েত সদরে বাজারের পাশাপাশি। সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমে যায়। জল কাদার বাজারে জিনিসপত্র কিনতে এসে ক্রেতাদের সমস্যায় পড়তে হয়। এনিয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ জমেছে। স্থানীয় বাসিন্দা বলেন, সামান্য বৃষ্টিতেই বাজারের রাস্তা জল, কাদা হয়ে যায়। সুষ্ঠু নিকাশি ব্যবস্থা গড়ে তোলা খুবই প্রয়োজন। আর কতদিন এই সমস্যা চলবে? সামনেই বর্ষাকাল আসতে চলেছে। এখনই এরকম অবস্থা হলে বর্ষায় কী হবে তা ভাবতেই দুর্ভোগের আশঙ্কা করছি।
আইহো পঞ্চায়েতের প্রধান বিজেপির বাসনা মণ্ডল বলেন, আমরা চেষ্টা করছি নিকাশি ব্যবস্থা উন্নত করার। বাজারের ঢোকার মুখে সামনেই জল জমে রয়েছে , সেখানেই ওই জল ফেলার কোন ব্যবস্থা নেই রাস্তার পাশে বাড়ি তৈরি হয়ে গিয়েছে যার ফলে জল নিকাশি ব্যবস্থা নেই।খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।