বালি মাফিয়ার পর এবার ধরা পরল গাড়ি মাফিয়া।

0
26

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালি মাফিয়ার পর এবার ধরা পরল গাড়ি মাফিয়া। এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বংশীহারী থানা চত্বরে এলাকায়। জানা গেছে, গঙ্গারামপুরের বাসিন্দা তথা শ্রাবণী সাহা, নেশায় একজন ব্যবসায়ী। তিনি গঙ্গারামপুর থানার প্রায় ৭৫ থেকে ৮০ জনের কাছে গাড়ি ভাড়া নেয় মাসিক চুক্তিতে। পরবর্তীতে কিছু কিছু মালিককে মাছের চুক্তিতে টাকা দিলেও কিছু কিছু মালিককে টাকার জন্য ঘোড়াতো ওই মহিলা। পুলিশ সূত্রে জানা গেছে ওই মহিলা বিভিন্ন মালিকের গাড়ি খুব কম দামে বিক্রি করতো অন্য লোকজনের কাছে। সেই সমস্ত লোকজন রাস্তায় গাড়ি নিয়ে চলাচল করার সময় গাড়ির মালিকরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তাদের কাছে জানতে পারে শ্রাবণী সাহা। নাম। সেই মতো গাড়ির মালিকরা শ্রাবণী সাহা কে জিজ্ঞাসাবাদ করলে তিনি আবারও টাকা দেবেন বলে গাড়ির মালিকদেরকে আজকে গঙ্গারামপুর মহকুমা আদালতে দেখে পাঠায়। সময় মত গাড়ির মালিক হয়ে এসে পৌঁছলে সবাইকে টাকা দিতে না পারাই গাড়ির মালিকরা একত্রিত হয়ে ওই মহিলা গাড়ি মাফিয়াকে তুলে দেয় বংশীহারী থানার হাতে। বৃহস্পতিবার রাতেই ওই মহিলার নামে বংশীহারী থানায় লিখিত অভিযোগ দায়ের করে সমস্ত গাড়ির মালিকরা। অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে গ্রেফতার করে বংশীহারী থানার পুলিশ। আজকে তোলা হলো গঙ্গারামপুর মহকুমা আদালতে। গাড়ির মালিকরা কি তাদের গাড়ি ফেরত পাবে? এই নিয়ে চিন্তিত বিভিন্ন গাড়ির মালিকরা। তবে এই বিষয়ে বিভিন্ন গাড়ির মালিকরা কি জানিয়েছেন শুনে নেব