বিজেপি কে ভোট দেওয়ার অপরাধে বিজেপির এক বুথ সভাপতির দাদার দোকানে ভাঙচুর।

0
33

গঙ্গারামপুর-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বিজেপি কে ভোট দেওয়ার অপরাধে বিজেপির এক বুথ সভাপতির দাদার দোকানে ভাঙচুর। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর নিউমার্কেট এলাকায় দোকান ঘর ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই নিয়ে গঙ্গারামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ১২ টা নাগাদ।
আক্রান্ত চশমা ব্যবসায়ী সৌম্যকান্তি আঢ্য গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তার লিখিত অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, চার-পাঁচ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী দোকানে এসে হামলা । তারা চশমা এবং অন্যান্য দামি জিনিসপত্র ভাঙচুর করে। দোকানের সিসিটিভিও ভেঙ্গে দেয়। দুষ্কৃতকারীরা তাকে দোকান ঘর থেকে টেনে এনে বেধড়ক মারধর করে লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার জন্য।

ওই চশমার দোকানদার সৌম্য কান্তি আঢ্য এর মামাতো ভাই এলাকার বিজেপি বুথ সভাপতি জ্যোতির্ময় সাহা। অভিযোগ, লোকসভা ভোটে গঙ্গারামপুর এলাকা থেকে তৃণমূল কম ভোট পাওয়ায় এবং ভাই বিজেপির বুথ সভাপতি হওয়ায় তার দোকানে এসে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা।

এদিন আক্রান্ত ব্যক্তিকে নিয়ে গঙ্গারামপুর থানায় এই বিষয়ে অভিযোগ জানাতে যান গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন রায়।

গঙ্গারামপুর থানা অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে।