বন্ধু জন্মদিন পালন করতে গিয়ে মধ্য রাতে প্রাণ গেল দুই বন্ধুর,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই বন্ধু,শোকের ছায়া আমশোলে ।

0
49

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রাতেই বন্ধুর জন্মদিনের সেলিব্রেশানের আয়োজন করেছিল আরো কয়েকজন বন্ধু,আর সেই বন্ধুর জন্মদিন পালন করতে গিয়ে মধ্য রাতে প্রাণ গেল দুই বন্ধুর,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই বন্ধু,ঘটনায় শোকের পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার আমশোলের রাজ্য সড়কে,সূত্রে জানা গিয়েছে
কর্মসূত্রে বাইরে থাকে বন্ধু,সকাল হলেই কর্মস্থলে চলে যাবে সে। এই দিকে ঘড়ির কাঁটায় ১২ টা বাজলেই পড়বে বন্ধুর জন্মদিন।রাতেই বন্ধুর জন্মদিন পালন করার জন্য অপর চার বন্ধু মিলে বন্ধুর বাড়ির সামনে রাস্তার ধারে কেক মোমবাতি সাজিয়ে যখন সেলিব্রেশন মুডে,আর তখনই ঘটলো মর্মান্তিক ঘটনা।আচমকাই সজোরে পিকআপ ভ্যানের ধাক্কা রাস্তার ধারে কেক মোমবাতি সাজিয়ে বন্ধুর অপেক্ষায় থাকা চার বন্ধুকে।ঘটনাস্থলেই মৃত্যু দু’জন বন্ধুর,গুরুতর আহত অবস্থায় একজন মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও একজন কোলকাতায় পিজিতে চিকিৎসাধীন দুই বন্ধু।শনিবার রাত ঠিক বারোটা নাগাদ এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটে গড়বেতা থানার আমশোল এলাকায় চন্দ্রকোনা-রসকুন্ডু রাজ্যসড়কে।রাতেই ঘটনাস্থলে যায় গড়বেতা থানার পুলিশ,পিক-আপের ধাক্কায় জখম চারজনকেই চিকিৎসার জন্য চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।দুজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক,বাকি জখম দুজনের মধ্যে একজন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও অপরজন আশঙ্কাজনক অবস্থায় কোলকাতার পিজিতে চিকিৎসাধীন।মৃত দুই বন্ধুর নাম শুভ দাস ও বিক্রম মন্ডল,আহতদের মধ্যে সৌরভ দাস মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং মিন্টু সরকার নামের আর এক বন্ধু কোলকাতার পিজিতে চিকিৎসাধীন বলে পরিবার সূত্রে জানাগেছে।জানাযায়,আমশোল গ্রামে বাড়ি পাঁচ বন্ধুর,তারমধ্যে দেবাশীষ মুর্শিদ নামের এক বন্ধুর জন্মদিন ছিল রবিবার।দেবাশীষ কর্মসূত্রে বাইরে থাকে।রবিবার সকালে তার কর্মস্থলে চলে যাওয়ার কথা।তাই রাত্রি ১২ টা বাজার কিছু আগে দেবাশীষের বাড়ির সামনে রাজ্যসড়কের ধারে কেক মোমবাতি সাজিয়ে অপেক্ষায় ছিল অপর চার বন্ধু শুভ দাস,বিক্রম মন্ডল,মিন্টু সরকার ও সৌরভ দাস।বন্ধুকে জন্মদিনের সারপ্রাইজ দেবে বলেই এই আয়োজন বলে জানাযায়।গ্রামেরই একজনকে দিয়ে বার্থডে বয় দেবাশীষকে ডাকতে পাঠিয়ে রাস্তার ধারে কেক মোমবাতি সাজিয়ে যখন অপেক্ষায় চার বন্ধু আর তখনই রসকুন্ডু থেকে চন্দ্রকোনার দিকে দ্রুত গতিতে আসা একটি পিক-আপ ভ্যান সজোরে ধাক্কা মারে চারজনকেই।চারজনেই রাস্তা থেকে ছিটকে যায়,ছিটকে যায় বন্ধুর জন্য সাজানো কেক মোমবাতি।ঘটনা জানাজানি হতেই স্থানীয়রা ছুটে আসে,খবর যায় গড়বেতা থানায়।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকেই উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে পাঠায়।সকালে চন্দ্রকোনা থানার পুলিশ মৃতদেহ দুটি চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল থেকে ঘাটাল হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য।এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া আমশোল গ্রামে।