ভোটের রেস কাটতে না কাটতেই জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির নিজস্ব বিধানসভা মালতিপুর তৃণমূল কার্যালয়ে দুর্নীতিবাজের পোস্টার পড়ল।

0
35

নিজস্ব সংবাদদাতা, মালদা, চাঁচল, ৯ জুন : লোকসভা ভোটে মালদাই দুই কেন্দ্র ভোগাডুবি তৃণমূলের। এই খারাপ ফোলা ফলের জন্য জেলা চেয়ারম্যান ও জেলা সভাপতির ঘারে দায় চাপিয়েছে দলের নিচু তলার কর্মীরা। কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে পোস্ট করছেন দলের কর্মীরা। জেলার অন্যান্য শীর্ষ নেতৃত্বরাও মুখ খুলেতে ছাড়েননি জেলা চেয়ারম্যান ও সভাপতির বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে কয়েকদিন ধরে জেলার রাজনীতিতে শোরগোল পড়ে যায়। এর রেস কাটতে না কাটতেই জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির নিজস্ব বিধানসভা মালতিপুর তৃণমূল কার্যালয়ে দুর্নীতিবাজের পোস্টার পড়ল। শনিবার রাতে এই পোস্টার ঘিরে চাঞ্চল্য মালতিপুর এলাকায়। তবে সকাল হতেই সেই পোস্টার ছিঁড়ে ফেলেন জেলা সভাপতির অনুগামীরা। রবিবার সকালে সেই একই পোস্টার নজরে আসে মালতিপুর বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে। রবিবার সকালেও সেই পোস্টার ঘিরে শোরগোল পরে যায় মালতীপুর বিধানসভা এলাকাজুরে।