স্বাধীনতা সংগ্রামী বিরসা মুণ্ডার প্রয়াণ দিবস পালন।

0
37

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট:- স্বাধীনতা সংগ্রামী বিরসা মুণ্ডার আজ প্রয়াণ দিবস। উনিশ শতকের শেষে তৎকালীন বঙ্গ-বিহার সীমানায় ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিনি। শুরু হয় মুণ্ডা বিদ্রোহ। উনিশশো সালের ৯ জুন ব্রিটিশ জেলে তাঁর মৃত্যু হয়। উনিশ শতকের শেষে মালভূমিতে ইংরেজ শাসক সম্প্রদায়ের বিরুদ্ধে বিরসা ও তাঁর সম্প্রদায় যুদ্ধ ঘোষণা করে। আদিবাসীদের জমি ও জঙ্গল বাঁচানোর লক্ষ্যে মিশনারীদের বিরুদ্ধে দাঁড়ান তিনি। আজ এই মহান যোদ্ধার তিরোধান দিবস। এই উপলক্ষে এদিন বিরসা কালচারাল সোসাইটি পক্ষ থেকে বালুরঘাট প্রিঞ্চ ক্লাব নিকট বিরসা মুন্দার প্রতিকৃতি মূর্তি টে মাল্যদান করা হয়। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার পৌরপিতা অশোক কুমার মিত্র অশোক কুমার মিত্র বিরসা মুন্ডের প্রতিকৃতি মূর্তিতে মাল্যদান করেন পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর প্রণোদ সরকার। ও ক্লাবের কর্তৃপক্ষরা।