কোচবিহার, নিজস্ব সংবাদদাতাঃ – লোকসভা নির্বাচনে কোচবিহার আসনে কেন্দ্রীয় স্বরাস্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিককে ৩৯হাজার ২৫০ ভোটে হারিয়ে জয় লাভ করে তৃনমূলের প্রার্থী জগদীশ চন্দ্র রায় বসুনিয়া। আর পর থেকে অশান্তি অব্যাহত মাথাভাঙ্গায়। অভিযোগ, এলাকায় যারা বিজেপি কর্মী রয়েছে তাদের চিহ্নিত করে তাদেরকে শাসক দলের কর্মীরা বিভিন্ন ভাবে চাপ দেয় বলে অভিযোগ বিজেপির।
অভিযোগ, মাথাভাঙ্গা শহরে শাসক দলের কর্মীরা রীতিমতো টাকার জন্য চাপ দেয় মাথাভাঙ্গা বিজেপির শহর মন্ডল কোষাধ্যক্ষ রাজা সাহাকে। এবং তার কাছে টাকা দাবি করা হয়। সেই টাকা না দেওয়ায় এদিন রাতে বাড়িতে তার বাড়িতে হামলা চালায় ও পরিবারের সদস্যদের মারধর করা অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে। এদিন দুপুরে বিজেপি নেতৃত্ব সেই বাড়িতে যান এবং কথা বলেন পরিবারের সদস্যদের সাথে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।
তৃণমূলের দাবি, উনি এক ব্যাবসায়ী। ব্যবসার কোনো বিষয়ে হয়তো কারও সাথে ঝামেলা হয়েছে। কিন্তু তৃণমূলের সাথে ওই ঘটনার কোন যোগ নেই। বিজেপি মিথ্যা অভিযোগ করে সংবাদ শিরোনামে থাকতে চাইছে।
Home রাজ্য উত্তর বাংলা মাথাভাঙ্গায় বিজেপি কর্মীদের কাছে টাকা দাবি করে চাপ, না দেওয়ায় বাড়িতে হামলা...