ঈদুজ্জোহা উপলক্ষে প্রশাসনিক পক্ষ থেকে সমন্বয় কমিটি মিটিং হল সাঁকরাইলে ।

0
32

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – ঈদুজ্জোহা উপলক্ষে প্রশাসনিক পক্ষ থেকে সমন্বয় কমিটি মিটিং হল সাঁকরাইলে । ভোট উৎসব দীর্ঘ দেড় মাস ধরে চলার পর বড় ট্রফি কাঁধে নিয়ে বিজেপি পরিচালিত এনডিএ সরকার গঠন করলো। পুনরায় তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হলেন। যদিও পশ্চিমবঙ্গের তৃণমূল পরিচালিত দল ২৯ টা আসনে জিতে জয়ের মুকুট মাথায় নিয়ে বিভিন্ন জায়গায় বিজয় উৎসব পালন করলেন আবাল বৃদ্ধ বণিতাদের সঙ্গে নিয়ে। রাজ্য সরকারের মন্ত্রী নেতা এবং কর্মীরা কেউই বাদ গেলেন না এই বিজয় উৎসবে সামিল হতে। উৎসব তো সর্বদাই লেগেই আছে বাঙালির মধ্যে। ভোট উৎসবের পর বিভিন্ন জায়গায় শীতলা পূজা, কালী পূজা মহা শারম্ভে পালিত হলো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। ঠিক তেমনি ইসলাম ধর্মাবলম্বীদের আবার উৎসব শুরু হতে চলেছে আগামী সোমবার ঈদুজ্জোহা অর্থাৎ বকরাঈদ। এই উৎসব উপলক্ষে হাওড়া সিটি পুলিশের উদ্যোগে সাঁকরাইল থানার প্রয়াসে সমন্বয় কমিটির মিটিং এর আয়োজন করা হয় সাঁকরাইল অনিন্দিতা অঙ্কিতা হলে। সভায় উপস্থিত ছিলেন প্রশাসনিক উচ্চ স্তরের কর্তা ব্যক্তি থেকে শুরু করে পুলিশ প্রশাসনের সকল ব্যক্তিগণ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন সাঁকরাইল থানার আই সি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়। যে সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তারা হলেন সাঁকরাইল এর বিধায়িকা প্রিয়া পাল, হাওড়া জেলার সহ-সভাপতি অজয় ভট্টাচাৰ্য, সাঁকরাইলের বিডিও সৈকত দে, সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি সোনালী দাস, হাওড়া জেলা আইএনটিটিইউসি সভাপতি অরূপেশ ভট্টাচাৰ্য, জেলা পরিষদের কর্মাধ্যক্ষা নাসিমা কাজী, ব্লক আইএনটিটিইউসি সভাপতি শেখ আহমেদ, সাঁকরাইল পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধক্ষ্য, বিভিন্ন পঞ্চায়েতের প্রধান এবং জনপ্রতিনিধিগণ সহ উৎসব কমিটির কর্মকর্তাগণ। শান্তি শৃঙ্খলা বজায় রেখে উৎসব কমিটির কর্মকর্তাদের উৎসব পালনের আহ্বান জানান উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণ।