রাস্তার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে বন দপ্তর, রাস্তার কাজের জন্য NOC দিচ্ছে না বনদপ্তর।

0
49

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রাস্তার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে বন দপ্তর, রাস্তার কাজের জন্য NOC দিচ্ছে না বনদপ্তর। বনদপ্তরের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে পোস্টার দিয়ে বিট অফিসের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল গ্রাম বাসী,এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধামকুড়া বিটে । তালা দিয়ে বিক্ষোভ দেখাচ্ছে আমশোল, গোপীনাথপুর শোলাগেড়িয়া, রাজবাঁধ সহ পার্শ্ববর্তী গ্রামের মানুষজনেরা। গ্রামের বাসিন্দাদের দাবি, জেলা প্রশাসনের উদ্যোগে, গ্রামের মানুষের দাবীকে মান্যতা দিয়ে, কাঁচা মাটির রাস্তার পরিবর্তে পিচের রাস্তার কাজ শুরু হয়েছে। আর সেই রাস্তার কাজ শুরু হলেও বাধা হয়ে দাঁড়াচ্ছে বনদপ্তর। তাদের দাবি ধামকুড়িয়া বিট লাগোয়া প্রায় দুই কিলোমিটার রাস্তা পড়ছে বনদপ্তরের অধীনে, কিন্তু বার বার বনদপ্তরকে জানিয়েও বনদপ্তর এই দুই কিলোমিটার রাস্তার নো অবজেকশান সার্টিফিকেট না দেয়ার জন্যই মাঝপথে বন্ধ রাস্তার কাজ। এলাকার মানুষের অভিযোগ বারবার একাধিক প্রশাসনিক দপ্তরে জানিয়েও কাজের কাজ কিছু না হওয়ায়, তাই তারা বনদপ্তর এর প্রধান গেটে তালা দিয়ে বিক্ষোভ শুরু করেছে। যদিও এ বিষয়ে ধামকুড়া বিট অফিসের বিট অফিসার, সুকুমার মেটা সংবাদ মাধ্যমকে জানান, সমস্ত বিষয়টি উপরমহলে জানানো হয়েছে, পারমিশন উপর মহল দেবে, তাই আমার কিছু করার নেই। আজকের ঘটনাও আমি উপরমহলে জানিয়েছি, তবে আমরা উন্নয়নের পক্ষে।