0
56

নিজস্ব সংবাদদাতা, সংবাদদাতা বেলদাঃ সোমবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো কেশিয়াড়ি বিমলেশ্বর জিউ বারোয়ারি উৎসব ও মেলা। প্রতি পাঁচ বছর অন্তর কেশিয়াড়িতে সংঘটিত হয় এই মেলা ও উৎসব। এবারের এই উৎসব পড়ল ৭৫ বছরে। গত ১০ই মে অক্ষয় তৃতীয়ার দিন শুরু হয়েছিল এই মেলা। একটানা ৩২ দিন চলল এই মেলা ও উৎসব। এই মেলা ও উৎসবকে ঘিরে কেশিয়াড়ি বাসীর মধ্যে দেখা দেয় উন্মাদনা। প্রতিদিন নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ধর্মীয় নানা রীতিনীতি পালন করা হয়। সোমবার সকালে দধি মঙ্গল ও নগর সংকীর্তন এর মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘোষনা হয়। মেলা কমিটির সভাপতি মৃত্যুঞ্জয় সাহু বলেন বিগত ৭৫ বছর আগে এই উৎসব ও বারোয়ারী শুরু হয়েছিল। ৭৫ বছরের নথি পাওয়া গেলেও এই বারোয়ারি উৎসব শতবর্ষেরও প্রাচীন। সম্পাদক ফটিক পাহাড়ি বলেন ৭৫ বছর ধরে চলে আসা এই মেলা ও উৎসবকে ঘিরে এলাকার মানুষের মধ্যে একটি আবেগ রয়েছে। আর এই ৭৫ বছর উপলক্ষে আমরা তাই সিদ্ধান্ত নিয়েছি বিশ্ব উষ্ণায়নকে সামনে রেখে আশেপাশের এলাকাতে ৭ হাজার ৫০০টি চারা গাছ রোপন করা হবে।