কোর্টের আদেশ থাকা সত্বেও বারংবার নির্মাণে বাঁধা, বাজার মালিককে মারধরের অভিযোগ।

0
29

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  আবারও নদীয়ার শান্তিপুরে রেল স্টেশনের কাছে রেলবাজার বা বোস মার্কেটের মালিক নির্মাণ শুরু করতে গেলে বাজারের দোকানদারদের প্রতিরোধে নির্মাণে বাঁধা প্রাপ্ত হন। বাজার মালিক অসিত ঘোষ ওরফে বেচা ঘোষের অভিযোগ তাকে এবং তার সাথে থাকা ব্যবসায়ী সমিতির সদস্য এবং মিস্ত্রিদের সবাইকে মারধোর করা হয়েছে, হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেরে তিনি শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। একই মর্মে অভিযোগ করেন শান্তিপুর কেন্দ্রীয় ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক তথা নদীয়া ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সম্পাদক অরুন ঘোষ। তিনি আরও জানান, আমাদের সহ ব্যবসায়ী অসিত ঘোষ বাজারের ভিত্তি প্রস্তর করবেন বলে আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন, আমরা দেখেছি তার কাছে যথাযথ কোর্টের অর্ডার রয়েছে নির্মাণের। কিন্তু আমরা বাজারে ঢুকতেই আমাদের সবাইকে লোহার রড, বাঁশের ডামাট দিয়ে বেধড়ক মারধোর করা হয়। অন্যদিকে রেলবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সনাতন পাল বলেন, এই বাজারটি অসিত ঘোষ কিনেছেন কিন্তু বাজার নিয়ে একটা মামলা চলছে, মামলার নিষ্পত্তি হয়নি। এমতাবস্থায় আজ তিনি ভীতপুজো করতে আসেন, তখন বাজারের দোকানদাররা বলেছে যে, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কিছু করা যাবে না। তা সত্ত্বেও বাজার মালিক অসিত ঘোষ মারমুখী হয়েছেন বাজারের জিনিসপত্তর ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করে দিয়েছেন।
প্রসঙ্গত বাজারটি ২০০২ সালে ক্রয় করেন অসিত ঘোষ ওরফে বেচা ঘোষ। তিনি জানান, ‘তিনি কোন উচ্ছেদ চান না, বাজারের যে যেখানে বসে, সে সেখানে বসে ব্যবসা করবে, আমি পাকাপোক্ত নির্মাণ করে উপরের তলগুলি ব্যবহার করব, এবং সেই মর্মেই আদালত নির্দেশ দেন নির্মাণের, আদালত এই নির্মাণে পুলিশকে সহযোগিতা করতে বলেছেন, আজ নির্মাণ শুরুর কথা পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছে। তা সত্ত্বেও আমি পুলিশ প্রশাসনের কোন সহযোগিতা পাইনি।’