অসম বাংলা সীমানাবর্তী সংকোশ নদীতে ধরা পড়ল ছয় ফুট লম্বা ৮২ কেজি ওজনের এক বাঘা আড় মাছ।

0
78

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতাঃ- অসম বাংলা সীমানাবর্তী সংকোশ নদীতে ধরা পড়ল ছয় ফুট লম্বা ৮২ কেজি ওজনের এক বাঘা আড় মাছ। এখনো পর্যন্ত সংকোষে ধরা পড়া সব থেকে বেশী ওজনের বাঘাআড় মাছ এটি। যদিও এর আগে পঞ্চাশ কেজি ও তার আশেপাশের ওজনের মাছ মাঝে মাঝেই ধরা পড়ে এই নদীতে।এই ঘটনায় হৈ চৈ পড়ে যায় অসম বাংলা সীমানায়।। নিমেষেই ভাইরাল হয়ে যায় সংকোশ নদীতে এতো বড় মাছ ধরা পড়ার কথা। অবশেষে অসামের ধুবড়ির এক মাছ ব্যাবসায়ী সর্বোচ্চ ৫৭,৫০০ টাকা দিয়ে কিনে নিয়ে যায় ওই বিশাল মাছ।