আমি চেষ্টা করব মোদিজীর মন্ত্রিসভায় থেকে আগামী পাঁচ বছরে বালুরঘাট তথা জেলা বাসীর প্রত্যাশা পূরণে কাজ করার : সুকান্ত মজুমদার।

0
23

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- লোকসভা নির্বাচনে বালুরঘাট কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন সুকান্ত মজুমদার। তিনি বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে ১০৩৮৬ ভোটে জিতে দ্বিতীয় বারের জন্য দিল্লির সংসদে বিজেপি পার্টির তরফ থেকে গিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার নবগঠিত মন্ত্রিসভায় সুকান্ত মজুমদারকে দুটি দপ্তরের প্রতিমন্ত্রী করেছেন। এই দুটি দপ্তর হল মিনিস্টার অফ স্টেট ইন দি মিনিস্ট্রি অফ এডুকেশন এবং মিনিস্টার অফ স্টেট ইন দি মিনিস্ট্রি অফ ডেভোলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজন। স্বভাবতই ১৯৪৭ সালের পর বালুরঘাট থেকে কোন নির্বাচিত সংসদ কেন্দ্রীয় মন্ত্রিসভার স্থান পায়নি। এবারই প্রথম বালুরঘাটের নির্বাচিত কোনো সংসদ দুটি দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আর তাই শিক্ষা জগতের সঙ্গে যুক্ত বালুরঘাটবাসীদের প্রত্যাশা সুকান্ত বাবুর উপর অনেক।
বালুরঘাট গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মহুয়া চৌধুরী বলেন, ‘এটা নিঃসন্দেহে আনন্দের যে বালুরঘাটের জনপ্রতিনিধি কেন্দ্রীয় মন্ত্রিসভায় দুটি দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছেন। এর আগে বালুরঘাট বা দক্ষিণ দিনাজপুর জেলা থেকে কেউ কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পায়নি। আমরা আশা করব যেহেতু সুকান্ত মজুমদার নিজে একজন শিক্ষক এবং তিনি শিক্ষা দপ্তর এরই প্রতিমন্ত্রী হয়েছেন তাই তিনি জেলার সার্বিক শিক্ষার উন্নয়নের জন্য চেষ্টা করবেন। আমরা জানি বালুরঘাটে যে বিশ্ববিদ্যালয়টি চালু হয়েছে তার পরিকাঠামো গত উন্নয়ন করার বিশেষ দরকার কারণ এই বিশ্ববিদ্যালয় টির এখনো পর্যন্ত বিশেষ কিছু উন্নতি হয়নি। এই বিশ্ববিদ্যালয়টি যদি উন্নত বিশ্ববিদ্যালয় হয় তাহলে আমাদের জেলার ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করে ভবিষ্যতে নিজেদেরকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটা জায়গা পাবে। আমরা চাই সুকান্ত মজুমদার এ ব্যাপারে নিশ্চয়ই উদ্যোগী হবেন। দক্ষিণ দিনাজপুর জেলা তথা বালুরঘাটের সার্বিক উন্নয়নে আগামী পাঁচ বছর সুকান্ত মজুমদার চেষ্টা করবেন এই আশা আমরা রাখি। এর সাথে সাথে আমরা এটাও প্রত্যাশা করি যে রেল যোগাযোগের মাধ্যমে দক্ষিণ দিনাজপুর জেলার সাথে কলকাতা বা দেশের অন্যান্য জায়গার যে যোগসূত্র স্থাপিত হয়েছে সুকান্ত মজুমদারের হাত ধরে তা ভবিষ্যতেও বজায় থাকবে।’
এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, আমি বালুরঘাট থেকে দুবারে নির্বাচিত সংসদ এবং এবারে দুটি দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছি। আমি চেষ্টা করব মোদিজীর মন্ত্রিসভায় থেকে আগামী পাঁচ বছরে বালুরঘাট তথা জেলা বাসীর প্রত্যাশা পূরণে কাজ করার।’