নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ১২ জুন: দিন দিন বিশ্ব উষ্ণায়ন বাড়ছে। এমন পরিস্থিতিতে গাছ লাগানো এবং সবুজানের বার্তা দিতে সাইকেল করে বিশ্বভ্রমণে বেরোলো মুর্শিদাবাদের এক যুবক। মঙ্গলবার ওই যুবক গঙ্গারামপুর হয়ে বালুরঘাটে আসেন। আগামীকাল বালুরঘাট থেকে উত্তর দিনাজপুর হয়ে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবে ওই যুবক। এরপর দক্ষিণের জেলা ঘুরে কলকাতায় পৌঁছাবে। সেখান থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেবে মুর্শিদাবাদের লালবাগের যুবক প্রসেনজিৎ দাস। ২০২১ সালে সাইকেল করে ২০ টি ও ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চল ঘুরেছে প্রসেনজিত। এবার সে সাইকেল করে বিশ্ব ভ্রমণ করবে।
গত ৩ জুন বিশ্ব সাইকেল দিবসে বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে প্রসেনজিৎ। প্রথমে মালদা তারপর দক্ষিণ দিনাজপুর জেলায় আসে সে। গতকাল গঙ্গারামপুরে ছিল৷ মঙ্গলবার দুপুরে বালুরঘাটে এসে পৌঁছায়। শুধুমাত্র সাইকেল নিয়ে ভ্রমণ নয়, যেসব এলাকায় যাচ্ছেন সেখানে বিভিন্ন সংস্থা ও সাধারণ মানুষদের গাছ লাগানোর বার্তা দিচ্ছেন। পাশাপাশি সাইকেল চালানোর কি কি সুবিধা তাও তুলে ধরছেন প্রসেনজিৎ। এদিন দুপুরে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন চত্বরে আসতে উৎসুক তাকে ধরে ভিড় করে। অনেকে জিজ্ঞাসা করে কেন দে সাইকেল করে ঘুরছে? তার বিশ্বযাত্রার কথা সকলকে বলে সে। এদিন রাতে তাকে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হবে বলে জানা গিয়েছে।