তমলুক শহরের বাজারে ব্যাগ হাতে শশুর মশাইদের ভিড়।

0
55

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- জামাই ষষ্ঠীর দিন সকালে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের বাজারে ব্যাগ হাতে শশুর মশাইদের ভিড়। নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে প্রতিদিনই বাজারে আসেন সাধারণ মানুষেরা তবে বুধবার জামাই ষষ্ঠীর দিন বাজার কিছুটা হলেও আলাদা। শ্বশুর মশাই সকাল সকাল ব্যাগ হাতে বেরিয়ে পড়েন বাজারের উদ্দেশ্যে। জামাই এর জন্য চড়া দামে কেউ কিনছেন ইলিশ, প্রতি কেজি প্রায় দুই হাজার টাকা। পাশাপাশি মাংসের দোকানেও দেখা যায় লম্বা লাইন। শুধু মাছ মাংস নয় পাশাপাশি জামাইদের খাওয়াতে হবে ফল তাই লিচু, কলা, আম সহ সমস্ত ফল দোকানে ক্রেতাদের ভিড়।