নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সামনেই গঙ্গা পুজো। আর অন্যান্য জায়গার পাশাপাশি নদীয়ার নবদ্বীপের বিভিন্ন গঙ্গাার ঘাট গুলোতে যেমন আয়োজন করা হয় গঙ্গা পুজোর, পাশাপাশি এই বিশেষ দিনে গঙ্গাা স্নানের জন্য নবদ্বীপে আসে বহু পূর্ণ্যার্থী।
অন্যান্য উৎসব অনুষ্ঠানের সাথে পাল্লা দিয়ে এই গঙ্গা পুজোতেও নবদ্বীপে সমাগম ঘটে লক্ষাধিক মানুষের।
ফলত গঙ্গা স্নান করতে নেমে জলে তলিয়ে যাওয়া সহ কোন রকম দূর্ঘটনা এড়াতে এবারেও নবদ্বীপ পৌরসভার তরফে নেওয়া হয়েছে এক পদক্ষেপ।
নবদ্বীপের পৌর পতি বিমান কৃষ্ণ সাহা জানান প্রতি বছরই গঙ্গা পুজোতে অসংখ্য মানুষের সমাগম ঘটে, বিগত দিনে গঙ্গায় স্নান করতে গিয়ে বহু দূর্ঘটনা ঘটেছে, তাই সতর্কতা ও নিরাপত্তার জন্য শহরের সব গঙ্গার ঘাটে স্নানের জন্য নির্দিষ্ঠ জায়গায় অস্থায়ী ভাবে বেরিগেড করে জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, যাতে কোন রকম অসাবধানতার বা দূর্ঘটনার থেকে পূর্ণার্থীদের নিরাপত্তা দেওয়া যায়।
পৌরপ্রধান আরও জানান এছাড়াও বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম সহ প্রশাসনের সব রকম দপ্তরের টিম নিরাপত্তার জন্য ঐ দিন প্রস্তুত থাকবে।
উল্লেখ থাকে চলতি বছরের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত নবদ্বীপের বিভিন্ন গঙ্গাার ঘাটে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেছে প্রায় কুড়ি জন,।