২৪ ঘন্টা নিখোঁজ থাকার পর নদী থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

0
34

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ২৪ ঘন্টা বাড়ি থেকে নিখোঁজ থাকার পর ভাগীরথী নদী থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। প্রতিবেশীদের অনুমান মানসিক অবসাদে হয়তো আত্মহত্যার রাস্তা বেছে নিয়েছে। মৃত যুবকের নাম উজ্জল দাস বাড়ি নদীয়ার শান্তিপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে। প্রতিবেশীদের কাছ থেকে জানা যায়, ওই যুবক একজন স্বর্ণ শিল্পী ছিলেন, গতকাল সকাল এগারোটা নাগাদ সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। সন্ধ্যে গড়িয়ে গেলেও ওই যুবক আর বাড়িতে ফেরেনি, এরপরেই খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। শনিবার সকালে পরিবার হঠাৎই খবর পাই নদীয়ার শান্তিপুর বড়বাজার ঘাট ভাগীরথী নদীর তীরে একটি সাইকেল সহ বেশ কিছু আসবাবপত্র রয়েছে, ঘটনাস্থলে ছুটে যায় পরিবার, দেখে উজ্জল দাসের পায়ের জুতো সাইকেল সবটাই তার, এরপর খবর দেয় শান্তিপুর থানায়। পুলিশ খবর দেয় বিপর্যয় মোকাবিলা দপ্তরকে মাত্র ১ ঘন্টার ব্যবধানে বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকরা নদীর জলে নেমে তল্লাশি শুরু করে। যদিও এক ঘণ্টার মধ্যেই ওই যুবকের দেহ উদ্ধার করতে সক্ষম হয় তারা। পাঠানো হয় শান্তিপুর হাসপাতালে, সেখানে চিকিৎসাকেরা মৃত বলে ঘোষণা করে। ওই যুবকের প্রতিবেশীদের দাবি, আগা গোড়ায় সাদামাটা স্বভাবের ছিল অভিষেক, কোন ঝুট ঝামেলায় কখনোই জড়াতেন না। বেশ কিছুদিন ধরেই টাকা পয়সার সমস্যায় দুশ্চিন্তায় ভুগছিলেন, আর এই ঘটনার পেছনে আত্মহত্যা বলে অনুমান করছেন প্রতিবেশীরা। অন্যদিকে মৃত দেহটির ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠানো হয়। ঘটনায় এলাকা সহ এখন পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।