:- জঙ্গল বন্ধ তাও বন্যপ্রাণী দর্শন হয়ে গেল পর্যটকদের।

0
67

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- জঙ্গল বন্ধ তাও বন্যপ্রাণী দর্শন হয়ে গেল পর্যটকদের। আজ থেকে আগামী ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত পর্যটকদের জন্য বন্ধ হয়ে গেল জঙ্গল। অন্যান্য ন্যাশনাল পার্ক ও ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মত আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া ন্যাশনাল পার্ক ও বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল আজ থেকে তিন মাসের জন্য পর্যটকদের জন্য বন্ধ থাকবে। প্রতিবছর বর্ষার সময় তিন মাস জঙ্গল থাকে। জঙ্গল বন্ধ মাঝে বন্যপ্রাণীদের দর্শন পেয়ে বেজায় খুশি পর্যটকরা। রবিবার আলিপুরদুয়ারের হাসিমারা ও মাদারিহাটের মাঝামাঝি জাতীয় সড়কের ধারে হাতি ও একপাল বাইসন দেখতে পেয়ে খুশি পথচারী থেকে শুরু করে পর্যটকরা। এদিন অনেকেই গাড়ি দার করিয়ে ছবি তুলতে ব্যাস্ত হয়ে পড়েন।