নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- তৃণমূলে ভোট না পাওয়ায় বালুরঘাটের ‘ঘোলা জল’ দেওয়ার অভিযোগ তুলেছিল বিজেপি। পালটা বাংলাতে কম ভোট পাওয়ায় বালুরঘাট – ভাতিন্ডা এক্সপ্রেস দেরিতে চলার অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। শুধু বালুরঘাট – ভাতিন্ডা নয়, ট্রেনের একাধিক বিষয়কে ইস্যু করে বিক্ষোভ ও মিছিল করে বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেস। এদিন রবিবার সন্ধ্যায় সাড়ে ছয়টার দিকে বালুরঘাট রেল স্টেশন চত্বরে গাছ কাটা, বেহাল রাস্তা, শেড সহ নানা সমস্যাকে ইস্যু করে বালুরঘাট রেল স্টেশন মাস্টারকে লিখিত ভাবে অভিযোগ জানালেন তৃণমূল নেতৃত্বরা। রবিবার বালুরঘাট রেল স্টেশনের তৃণমূলের বিক্ষোভে সামিল ছিল বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, তৃণমূল নেতা রাজেন শীল, বিপ্লব খাঁ, মহিলা তৃণমূলের সভানেত্রী স্নেহলতা হেমরম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Home রাজ্য উত্তর বাংলা বাংলাতে কম ভোট পাওয়ায় বালুরঘাট – ভাতিন্ডা এক্সপ্রেস দেরিতে চলার অভিযোগ তুলল...