বাংলাদেশ থেকে যাবতীয় নোংরা বর্জ্য মিশ্রিত দুর্গন্ধ যুক্ত কালো জল বালুরঘাটের আত্রেয়ী নদীতে বয়ে যাওয়ায় বিপাকে কাশিয়াখাড়ি ও চকহরিনা এলাকার বাসিন্দারা।

0
17

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বাংলাদেশ থেকে যাবতীয় নোংরা বর্জ্য মিশ্রিত দুর্গন্ধ যুক্ত কালো জল বালুরঘাটের আত্রেয়ী নদীতে বয়ে যাওয়ায় বিপাকে কাশিয়াখাড়ি ও চকহরিনা এলাকার বাসিন্দারা।এই দুর্গন্ধ ও কালো জলে খাড়িতে স্থানিও মানুষজন স্নান করাই শুধু নয় এলাকার মৎস্য চাষিরাও তাদের মাছ ধরতে গিয়ে বিপাকে পড়েছেন বলে স্থানিওদের অভিযোগ। অথচ কয়েকদিন আগেও এই আত্রেয়ীর জল টলটলে পরিষ্কার ছিল। কাশিয়াখাড়ি ও চকহরিনার স্থানিও বাসিন্দাদের অভিযোগ যে হেতু এই আত্রেয়ী নদী বাংলাদেশের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে বালুরঘাটে প্রবেশ করেছে, সেইহেতু বাংলাদেশের যাবতীয় নোংরা বর্জ্য পদার্থ্য আত্রেয়ী নদীতে মিশে যাওয়ার দরুন নোংরা দুর্গন্ধ কালো জল আত্রেয়ীতে চলে আসার দরুন, স্নান করতে গেলে গায়ে কালো কালো ফুসকুনি যেমন উঠছে, তেমনি সারা গা চুলকুনি হচ্ছে। পাশাপাশি এই কালো দুর্গন্ধ জল চলে আসায় স্থানিও মৎস্যজীবিরা জাল ফেলে মাছ পাচ্ছে না, যাও বা মাছ উঠছে জালে তাও মরা, তাদের জীবন জিবিকাও হয়ে পড়েছে দুষ্কর। স্থানিও পুরসভা এই জল পাইপ যোগে এলাকায় সরবরাহ করায় স্থানিও মানুষজন বিকল্প জল না পেয়ে এই জল খেয়ে পেটের অসুখে ভুগতে শুরু করেছে বলে স্থানিওদের অভিযোগ।এদিকে ঘটনার খবর জানতে পেরে এলাকার পরিবেশ বিদ বিশ্বজ্যি বসাক ঘটনাস্থলে ছুটে গিয়ে জল সংগ্রহ করে তার উদ্বেগ প্রকাশ করেন। বিশ্বজ্যিত বাবুর দাবি এত দুর্গন্ধ যুক্ত জল আমরা আত্রেয়ীতে এর আগে দেখিনি। স্থানিও মানুষজনদের মত তারও সন্দেহ বাংলাদেশের কেমিক্যালের বর্জ্য আত্রেয়ী নদীতে মিশ্রিত হবার জন্যই বালুরঘাটের আত্রেয়ীর জল আজ দুষিত হয়ে পড়েছে। বিষয়টি তিনি স্থানিও প্রশাসনকে জানাবেন বলে জানিয়েছেন।