লোকসভা ভোটে ভরাডুবি দুর্গাপুর-বর্ধমান কেন্দ্রে দিলীপ ঘোষের কিছুটা হলেও চোখে মুখে স্পষ্ট ছিল।

0
46

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- লোকসভা ভোটে ভরাডুবি দুর্গাপুর-বর্ধমান কেন্দ্রে দিলীপ ঘোষের কিছুটা হলেও চোখে মুখে স্পষ্ট ছিল, কিন্তু তাতে কি দিলীপ আছেন দিলীপেই। রবিবার বর্ধমানে এলেন এবং প্রায় পঞ্চাশ জন ভোট পরবর্তী হিংসার শিকারগ্রস্ত কর্মীদের সাথে দেখা করলেন এবং উৎসাহ দিলেন দিলীপ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে খুব বেশি কথা বলেননি তিনি, তিনি বলেন আমি এসেছি যেই সমস্ত বিজেপি কর্মীরা ঘর ছাড়া, হুমকির শিকার হয়ে বর্ধমান বিজেপি কার্যালয়ে আশ্রয় নিয়েছে তাদের সাথে কথা বলতে। কর্মীরা দিলীপ ঘোষ কে কাছে পেয়ে কিছুটা হলেও মনোবল ফিরে পায়।
বিজেপি কর্মী রাকেশ রায়, বাড়ি পূর্ব বর্ধমান জেলার তালিতে তিনি বলেন, আমি চার জুনের পর থেকেই ঘর ছেড়ে আমাদের জেলা কার্যালয়ে আশ্রয় নিয়েছি। আমাকে হুমকি দেওয়া হয়েছিল ভোটের ফলাফলের পরে দেখে নেওয়া হবে। ভয়ে বাড়ি ছেড়েছি। বিজেপি করা যাবে না, আমি বিজেপি করতাম সেটাই আমার অপরাধ। আজ দিলীপ দা এসেছেন, আমাদের সকলের সাথে দেখা করলেন, খুব ভালো লাগলো।
জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তা বলেন, আজ দিলীপ দা এসেছেন, সকলের সাথে দেখা করলেন। বর্ধমান থেকে তিনি দুর্গাপুর যাবেন। আমাদের অনেক কর্মী আজ ঘর ছাড়া। কাউকে মারধর করা হয়েছে, কাউকে হুমকি দেওয়া হয়েছে, কারোর দোকান লুঠ করে সমস্ত টাকা পয়সা নিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটিয়েছে তৃণমূলের লোকজনেরা। বেশ কিছু আমাদের কর্মী বাড়ি ফিরে যেতে সক্ষম হয়েছে, তবে এখনো পঞ্চাশ জনের মতো কর্মী আমাদের জেলা কার্যালয়ে আশ্রয় নিয়ে আছে।
দিলীপ ঘোষের পরাজয় নিয়ে বলতে গিয়ে জেলা সভাপতি বলেন, হার জিত আছেই, দিলীপ দা ভালো সংগঠক, বহু পুরোনো নেতা তাই তিনি আবার নিজের জায়গায় ফিরে আসবেন। তিনি আবার কোনো জায়গায় নির্বাচনে লড়াই করে সফলতা পাবেন এটা আমাদের বিশ্বাস।