রবিবার বাঁকুড়া সম্মিলনী কলেজের রামানন্দ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো পথনাটক বিষয়ে এক দিনের রাজ্যস্তরীয় আলোচনাচক্র।

0
43

আবদুল হাই, বাঁকুড়াঃ ১৬ জুন,২০২৪ রবিবার বাঁকুড়া সম্মিলনী কলেজের রামানন্দ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো পথনাটক বিষয়ে এক দিনের রাজ্যস্তরীয় আলোচনাচক্র। বাঁকুড়া সম্মিলনী কলেজের আই.কিউ.এ.সি -র সহযোগিতায় কলেজের বাংলা বিভাগের সাথে বাঁকুড়া প্রকল্পনা সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, পুণ্যশ্লোক সাংস্কৃতিক সংস্থা ও নানামুখ বাঁকুড়ার যৌথ উদ্যোগে এই সেমিনার আয়োজন করা হয়। সেমিনার উদ্বোধন করেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.গৌতমবুদ্ধ সুরাল। পথনাটকের ইতিহাস,শৈলী ও সম্ভাবনার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন সেমিনারের চার আলোচক নদীয়াইন্দু বিশ্বাস,ড.অপূর্ব কুমার দে,ড.সেখ জাহির আব্বাস, এবং কল্লোল মুখার্জি। এইদিন নদীয়াইন্দু বিশ্বাসের সম্পাদনায় ‘পথনাটকের বৃত্তান্ত’ শিরোনামে একটি গ্রন্থও প্রকাশিত হয়।আয়োজক সংস্থার পক্ষে বাঁকুড়া প্রকল্পনা সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সহ সম্পাদক স্নেহাশিস্ রায় জানান রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট ৬০ জন এই সেমিনারে অংশগ্রহণ করেন,এবং আগামীদিনে জেলায় জেলায় এই ধরনের সেমিনার ও পথনাটক বিষয়ে কর্মশালারও আয়োজন করা হবে বলে তিনি জানান।পুরো সেমিনারটি সুন্দরভাবে সঞ্চালনা করেন স্নেহাশিস্ রায় ও কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়।