কোচবিহারে মদনমোহন মন্দিরে ‘মা মাটি মানুষে’র নামে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

0
39

মনিরুল হক, কোচবিহার : – দুদিনের কোচবিহার সফরে এসে মদনমোহন বাড়িতে পুজো দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার প্রথমে তিনি ঠাকুর মদনমোহনের কাছে পুজো দেন। সেখানে রীতিমতো মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে পুজোয় অংশ নেন মুখ্যমন্ত্রী। অঞ্জলিও দিতে দেখা যায় তাঁকে। ঘণ্টা বাজিয়ে আরতিও করেন তিনি। তারপর সেখানেই থাকা মা কালী ও জয় তারা মন্দিরে গিয়ে পুজো দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, রবীন্দ্রনাথ ঘোষ, পার্থ প্রতিম রায়, বিনয় কৃষ্ণ বর্মন, হিতেন বর্মন,সহ জেলার শীর্ষ নেতৃত্ব।

এদিন মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি মা মাটি মানুষকে ধন্যবাদ জানিয়ে তাদের শুভ কামনা করি,তারা যাতে সকলে সুখে শান্তিতে থাকে, সেই কামনা করে ঠাকুর মদন মোহন মন্দিরে পুজো দিলাম। আমি কোচবিহার শহরের মদনমোহন মন্দিরে প্রায় আসি। এমনকি রাসমেলাতেও আসার সুযোগ আছে। সময় থাকলে হয়তো আমি শিবযজ্ঞ মন্দিরে পুজো দিতাম। আমার একটাই গোত্র মা মাটি মানুষ, সেই গোত্রে আমি পুজো দেই। যেহেতু কোচবিহারের মানুষ আমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন।
তাই সারা বাংলার মা মাটি মানুষ তথা কোচবিহারের মানুষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা অর্পণ করতে মা মাটি মানুষের নামে পুজো দিলাম।”