ছাতনার কাঁকুরে মাটিতে ফলছে রেড আইভরি, আপেল ম্যাঙ্গো।

0
41

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়া:- ছাতনার কাঁকুরে মাটিতে ফলছে চিয়াং মাই, রেড আইভরি, আপেল ম্যাঙ্গো এবং ব্যানানা ম্যাঙ্গো। এই ধরনের আমের প্রজাতি গুলি বাঁকুড়ার কাঁকুড়ে সামন্তভূম ছাতনায় উৎপাদিত হতে পারে কারোর কল্পনা তো ছিল না এতদিন। রাজ্য সরকার পরিকল্পিত সাতটি প্রকল্প রয়েছে ছাতনায়। এই সাত প্রকল্পের মধ্যে একটি হল ছাতনা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জনার্দনপুরের মাটির সৃষ্টি প্রকল্প। এই প্রকল্পের অন্তর্গত এই পরীক্ষামূলক কর্মসূচি। কৃষ্ণনগর থেকে বিদেশী আম চারা নিয়ে এসে টবে বসানোর পর মিরাকেলের মতই চারটি আমের চারাই দিয়েছে খুব সুন্দর ফলন। ৬০০-৬৫০ গ্রামের আপেল ম্যাঙ্গো, ৮০০-৯০০ গ্রামের রেড আইভরি। পরবর্তীকালে এই চারা বাঁকুড়ার চাষীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে জানা গিয়েছে।
এতদিন শুধুমাত্র আম্রপালি চাষেই জোর দেওয়া হতো এই এলাকায়। তবে বর্তমানে অন্যান্য আরও আম চাষে দ্রুত গতিতে এগিয়ে চলেছে বাঁকুড়া। ছাতনার কাঁকুরে মাটিতে পরীক্ষিত হল এই চার চারা, আর তাতেই মিলেছে সাফল্য। এবার সঠিক চারা সাধারণ মানুষের কাছে পোঁছে দেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। পরিচর্যাও অন্যান্য আমের মতই করতে হয়েছে বলে জানিয়েছেন, জনার্দনপুর মাটির সৃষ্টি প্রকল্পের সেক্রেটারি শংকর চক্রবর্তী। অন্যান্য বিদেশি প্রজাতিও চাষ করা হচ্ছে বাঁকুড়ার ছাতনার মত বন্ধুর এলাকাতে যা অবাক করার মতই বিষয়।