নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বাংলা জুড়ে চলছে তীব্র দাবদাহ। তীব্র গরমে নাভিশ্বাস উঠছে আট থেকে আশি সকলেরই। তবে আবহাওয়ার খামখেয়ালিপনায় উত্তর বঙ্গে চলছে লাগাতার বৃষ্টি, মানুষ তীব্র গরমথেকে কিছুটা হলেও স্বাস্তি পাচ্ছে উত্তরবঙ্গে। তবে একেবারে ভিন্ন চিত্র দক্ষিবঙ্গে। দক্ষিবঙ্গের একাধিক জেলা এখন তীব্র তাপপ্রবাহে জর্জরিত। শুধু তাই নয় এই তীব্র গরমে তাপমাত্রার পারদ এখন ৪৫ডিগ্রি ছুঁইছুই। আর তাতেই এখন রীতিমতো প্রাণ উষ্ঠাগত সাধারণ মানুষের। সাধারণ মানুষের থেকেও বেশি অসুবিধের সম্মুখীন হচ্ছে চাষীরা। এই তীব্র দাবদাহে চাষের জমিতে চাষ করতে যেতে রীতিমতো অসুবিধের মুখে পড়তে হচ্ছে দক্ষিণ বঙ্গের একাধিক কৃষকের। তবে এবার এই সমস্ত চাষীদের কথা মাথায় রেখে নদীয়ার যুবক বানালেনফারমার্স এন্ড গ্রায়ার্স স্মার্ট হেট। যা কৃষক দের জন্য খুবই উপকৃত এমন তাই দাবি ওই যুবকের। নদীয়ার হাঁসখালি, বগুলা শ্রী কৃষ্ণ কলেজ পাড়ার বাসিন্দা শুভময় বিশ্বাস। শুভময় পেশায় শিক্ষক। তবে মানুষের জন্য নতুন কিছু আবিষ্কার করা তার অন্যতম শখ। তাই এবার কৃষক দের জন্য তার আবিষ্কার এই স্মার্ট হেট। তবে কি এমন নতুনত্ব রয়েছে এই টুপিতে? এই বিষয়ে শুভময় জানায় এই টুপি সত্যিই স্মার্ট তার কারণ এই টুপিতে লাগানো আছে হাই স্পিড পাখা, যেগুলি সৌর বিদ্যুৎতের মাধ্যমে চলবে। ৪টি পাখা লাগানো হয়েছে এই টুপিতে। এইকারণে কৃষকরা এই তীব্র গরমেও আরামে কাজ করতে পারবেন। তার সঙ্গে রয়েছে এফএমের ব্যবস্থা যাতে করে তারা আবহাওয়ার খবর শুনতে পারবে জমিতে কাজ করার সময়, তাতে তারা প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পাবে।তার সঙ্গে থাকে লাইটের ব্যবস্থা। এই লাইট থাকায় কৃষকরা রাতেও ভালোভাবে কাজ করতে পারবেন। তবে এই টুপি পরে এখন রীতিমতো কাজ করছেন নদীয়ার একাধিক কৃষক। তারা অনেকটা স্বস্তিও পাচ্ছেন বলে জানিয়েছেন। তবে শুভময়ের এই কাজ কে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষও। সাধারণ মানুষ ও কৃষকদের জন্য তার এই আবিষ্কার সত্যিই অভুতপূর্ব বলেই মনে করছে পরিবেশপ্রেমীরা।