প্রায় ১৫ লক্ষ টাকা খরচ করে বালুরঘাট ব্লক এ বসানো হলো রূফ টপ সোলার প্যানেল।

0
31

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- প্রায় ১৫ লক্ষ টাকা খরচ করে বালুরঘাট ব্লক এ বসানো হলো রূফ টপ সোলার প্যানেল। সোমবার বিকেল বেলা সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার। এই সোলার প্যানেল লাগানোর ফলে ইলেকট্রিকের খরচ বাঁচবে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে বালুরঘাট পঞ্চায়েত সমিতি সভাপতি অরূপ সরকার জানান, ‘এ কথা ঠিক যে আমরা বেশ কিছুদিন আগে বালুরঘাট পঞ্চায়েত সমিতির অফিসে বিদ্যুতের খরচ বাঁচানোর জন্য রুফ টপ সোলার প্যানেল লাগানোর পরিকল্পনা করেছিলাম। কারন আমাদের অফিসে বিদ্যুতের খরচ অত্যন্ত বেশি হয়। এই রুফ টপ সোলার প্যানেল লাগানোর ফলে বিদ্যুতের খরচ বাঁচবে। এই রুফ টপ সোলার প্যানেল লাগানোর জন্য আনুমানিক খরচ হয়েছে প্রায় ১৫ লক্ষ টাকা।’
তিনি বলেন, ‘বিদ্যুতের খরচ বাবদ যে টাকা বাঁচবে সেই টাকা আমরা পঞ্চায়েতের তরফ থেকে অন্যান্য অনেক উন্নয়নের কাজে খরচ করতে পারব। এর ফলে আখেরে বালুরঘাট পঞ্চায়েতের অধীন সাধারণ মানুষ উপকৃত হবে।’