আবারো পথ দুর্ঘটনা আর তাতে প্রাণ হারালো এক বাইকারোহী ঘটনায় এলাকায় পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের।

0
50

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  ফের পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর জানা যায় শান্তিপুর পাঁচপোতা এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের যেখানে রাস্তা ক্রসিং করার জায়গা রয়েছে সেই জায়গায় ঠিক জায়গা দিয়েই পার হচ্ছিলেন কৃষ্ণনগর বেলেডাঙ্গা নিবাসী সমীর ঘোষ বয়স ২৫, তিনি মোটরসাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায় তখনই সেখান থেকে উঠতে গেলে পেছন দিক থেকে একটি চারচাকা গাড়ি এসে তাকে সজোরে ধাক্কা মেরে এবং পিষে বেরিয়ে চলে যায় ঘটনার স্থলে মৃত্যু হয় ওই যুবকের তারপর শান্তিপুর থানার পুলিশ এসে মৃতদেহ তৎক্ষণাৎ সেই জায়গা থেকে নিয়ে চলে যায় আর তাতেই বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী তাদের দাবি দিনের পর দিন এই একই জায়গায় একাধিকবার পথ দুর্ঘটনার ঘটনা ঘটছে উদাসীন প্রশাসন কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না। কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার রাও কোনরকম কাজ করেন না কাজ না করে তারা দূরে গিয়ে মোবাইল নিয়ে ধূমপান করে বসে থাকেন যদিও পরবর্তীতে এলাকায় উপস্থিত হয়ে শান্তিপুর থানার পুলিশ আধিকারিকরা এবং রানাঘাটের এসডিপিও শৈলজা দাস তছয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী এলাকাবাসীর অভিযোগ কেন মৃতদেহ নিয়ে যাওয়া হল এই প্রসঙ্গে কথা বলতে গেলেই পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে আর তারপরে বিক্ষোভে ফেটে পড়ে গোটা এলাকার মানুষ এবং পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ ঘটনায় কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে ১২ নম্বর জাতীয় সড়ক এবং বর্তমানে সেখানে বিশাল পুলিশ মোতায়ন করা হয়েছে এখনও সাধারণ মানুষের সঙ্গে পুলিশের বিক্ষোভ অব্যাহত রয়েছে যদিও পুলিশ সূত্রে খবর কোনরকম লাঠিচার্জ করা হয়নি তবে মানুষকে এলাকা থেকে দূরে সরিয়ে রাখতে পুলিশ তার দায়িত্ব পালন করেছে যাতে পরবর্তীতে আরো কোনো দুর্ঘটনা না ঘটে, যদিও এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছেড়েছে গোটা এলাকায়