পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার সরকারি ফুল বাজার পরিদর্শনে এলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাজি।

0
38

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার সরকারি ফুল বাজার পরিদর্শনে এলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাজি। এদিন পরিদর্শনের পাশাপাশি একটি আলোচনা সভা করেন জেলার জেলাশাসক, এই সভাতে তিনি চাষীদের সঙ্গে কথাবার্তা বলেন, চাষীদের একাধিক দাবি কে তিনি মান্যতা দেন, ওই আলোচনা সভা থেকেই জেলার জেলাশাসক পাঁশকুড়ার বিডিওকে এক সপ্তাহের মধ্যে ফুল বাজার পরিষ্কার করার দায়িত্ব দেন, পাশাপাশি তিনি নিজে কুড়িটি ইমারজেন্সি লাইট এর ব্যবস্থা করে দেবেন বলে জানান, এবং পৌরসভার চেয়ারপারসনকে একটি ইনভার্টার। দেওয়ার নির্দেশ দেন, পাশাপাশি ফুল বাজার ঢোকার ঢালাই রাস্তা, শৌচালয় সহ একাধিক পরিকাঠামো যাতে দ্রুত চালু করা যায়, সে বিষয়ে বিশেষ নির্দেশ দেওয়া হয় আধিকারিকদের। পাশাপাশি যতটা দ্রুত সম্ভব হিমঘর টাও চালু করার উদ্যোগ নেন। ওই আলোচনা সভা থেকে পাঁশকুড়া থানার পুলিশ প্রতিনিধিকে নির্দেশ দেন, ওই হিমঘরের যন্ত্রাংশ চুরির সঙ্গে জড়িত দুষ্কৃতীদের দ্রুত আটক করা। প্রসঙ্গত লক ডাউনের সময় একাধিক দামী ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরি হয়ে যায়, এছাড়াও তিনি বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে খুব দ্রুত পাঁশকুড়ার সরকারি ফুল বাজারের হিমঘরটি চালু করার জন্য। পাশাপাশি তিনি বলেন, হিমঘরটি চালুর জন্য যা যা পরিকাঠামো দরকার তার দ্রুত মেরামত করে দেওয়া হবে,, কিন্তু দেখাশোনা করবে ফুল চাষিরা এমন টাই নির্দেশ দেন জেলার জেলাশাসক। উপস্থিত ছিলেন এডিএম ল্যান্ড, মহাকুমা শাসক, পাঁশকুড়ার বিডিও, পাঁশকুড়া পৌরসভার চেয়ারপার্সন নন্দকুমার মিশ্র, হর্টিকালচার ডিপার্টমেন্টের আধিকারিক, পঞ্চায়েত সমিতির কর্মকর্তা, পাঁশকুড়া থানার প্রতিনিধি, ফুল চাষী ও ফুল ব্যবসায়ীরা।