কোচবিহার, নিজস্ব সংবাদদাতাঃ ১৯ জুনঃ বাড়ির উপর বজ্র বিদ্যুৎ পরে আহত মা ও ছেলে। ঘটনাটি ঘটেছে হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তাঁতী পাড়া এলাকায়। ওই ঘটনায় চাঞ্চল্য এলাকায়। আহত ওই দুজনের নাম গৌরী সেন (৪০), হীরক সেন (১৬)।
জানা গেছে, দীর্ঘ তিনদিন ধরে লাগাতার বৃষ্টির জেড়ে নাজেহাল সাধারণ মানুষের জীবনযাপন। তার উপর ঘন ঘন বজ্রবিদ্যুৎ আছড়ে পড়ছে যেখানে সেখানে। গতকাল রাত নয়টা নাগাদ গৌরী সেনের বাড়ির উপর আছড়ে পরে বজ্রবিদ্যুৎ। সেখানে ছিলেন মা গৌরী সেন ও ছেলে হীরক সেন। তৎক্ষণাৎ বজ্রবিদ্যুতের ছটা লেগে আহত হয় মা ও ছেলে। পরে পরিবারের সদস্যরা আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন রয়েছে তারা।
এবিষয়ে হীরক সেনের বাবা শ্যামল সেন বলেন, হঠাৎ করে বাড়ির উপর বজ্রবিদ্যুৎ পরে যায়। ওই ঘটনায় আমার স্ত্রী ও ছেলে আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। ছেলে বুকে ব্যাথা লেগেছে এবং স্ত্রী অজ্ঞান হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছে তারা স্বাভাবিক রয়েছে, চিন্তার কোন ব্যাপার নেই।