নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বিশাল অজগর উদ্ধারে এলাকায় চাঞ্চল্য। ফালাকাটা ব্লকের খাড়াকদম এলাকার একটি ক্ষেতের থেকে উদ্ধার করা হয় ওই অজগর সাপটি। বুধবার স্থানীয়দের নজরেই প্রথম আসে অজগর সাপটি। ওই অজগরটি দেখা মাত্রই আতঙ্ক ছরিয়ে পরে এলাকায়। খবর পাওয়া মাত্রই ছুটে যান ডালিমপুর এলাকার সর্প প্রেমী অরূপ রতন গিরি। তিনি ওই অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে আসেন। এরপর দলগাঁও রেঞ্জের বনকর্মীদের হাতে ওই অজগর সাপটি তুলে দেন সর্প প্রেমী অরূপ রতন গিরি। সর্প প্রেমী অরূপ রতন গিরি জানান , অজগর টি নাইলনের জালে আটকে গিয়েছিল। সাপটিকে উদ্ধার করে সুস্থ অবস্থায় বন কর্মীদের হাতে তুলে দেওয়া হয়।’ দলগাঁও রেঞ্জ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ‘অজগরটি প্রায় ৭ ফুট লম্বা। অজগর সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।’