গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঠ্যাঙ্গাপাড়া- তিলনাগামী রাস্তার কড়িয়াল এলাকায় রাস্তার একাংশ ভেঙে পড়েছে।

0
24

নিজস্ব সংবাদদাতা, দঃ দিনাজপুরঃ- গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঠ্যাঙ্গাপাড়া- তিলনাগামী রাস্তার কড়িয়াল এলাকায় রাস্তার একাংশ ভেঙে পড়েছে।কালভার্ট সংলগ্ন এলাকা ভেঙে বিপদজনক অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার এই ভাঙা অংশ দিয়ে যাতায়াত করতে মাঝেমধ্যেই ঘটে চলেছে পথ দুর্ঘটনা।রাস্তার এই বেহাল অংশ দ্রুত সংস্কারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মূলত, গত কয়েক বছর আগে বন্যায় কড়িয়াল এলাকায় অবস্থিত কালভার্ট সংলগ্ন রাস্তাটির একটি অংশ ভেঙে যায়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে রাস্তার সেই ভাঙ্গা অংশ সংস্কার করেন। পরবর্তীতে বন্যায় সেই ভাঙ্গা অংশ আবার ভেঙে পড়ে।এই এলাকায় প্রায় পথ দুর্ঘটনা লেগেই রয়েছে। এই এলাকায় পথবাতি না থাকবার ফলে রাতের অন্ধকারে প্রায় পথ দুর্ঘটনা ঘটছে।
এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে, দ্রুত রাস্তার ভাঙ্গা অংশ সংস্কারের দাবিতে সরব হলেন স্থানীয় বাসিন্দা সহ নিত্যযাত্রীরা।