নিজস্ব সংবাদদাতা, মালদা—গত সোমবার উত্তরবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের ভয়াবহ দুর্ঘটনায় প্রাণে বেঁচে ফিরলেন পুরাতন মালদহের বছর আটত্রিশের যুবক প্রফুল্ল রাজবংশী। চলতি মাসের ১০ তারিখে পুরাতন মালদহের মহিষবাথানী গ্রাম পঞ্চায়েত এলাকার সিংড়াপাড়া বাসিন্দা প্রফুল্ল রাজবংশী স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে সপরিবারে কোচবিহার জেলার রানীরহাটে শ্বশুরবাড়িতে জামাইষষ্ঠী উপলক্ষে বেড়াতে গিয়েছিলেন। সাতদিন থাকার পর গত সোমবার সকালের ট্রেনে ধুপগুড়ি স্টেশন থেকে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে জেনারেল কামরায় ওঠেন। ট্রেনটি প্রায় ঘন্টা তিনেক চলার পর হঠাৎ ছন্দপতন, শিলিগুড়ির ফাঁসিদেওয়ার রাঙাপানি রেলস্টেশন সংলগ্ন এলাকায় ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি অল্প সময়ের জন্য দাঁড়িয়েছিল বলে জানান প্রাণে বেঁচে ফিরে আসা যুবক প্রফুল্ল। জেনারেল কামরার পেছনের ২ নাম্বার বগিতে ছিলেন তিনি কিন্তু যে সময় দুর্ঘটনাটি ঘটে সেসময় শৌচালয়ে ছিলেন তিনি। হঠাৎ বিকট শব্দ, ঝাকুনি, কাঁপুনি ট্রেন থেকে বাইরে বেরিয়ে এসে দেখেন ভয়ংকর সেই দুর্ঘটনার দৃশ্য। মুহূর্তের মধ্যে প্রাণ নিয়ে বেঁচে ফেরার আতঙ্ক গ্রাস করে। সে মুহূর্তে কি করবেন ভেবে উপায় খুঁজে পাননি। স্থানীয়দের সহযোগিতায় কোনরকমে বাসে করে বাড়ি ফিরেন। বাড়ি ফিরতে আতঙ্কের সেই ছাপ এখনো তার মনে কুড়ে কুড়ে খাচ্ছে।
Home রাজ্য উত্তর বাংলা গত সোমবার উত্তরবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের ভয়াবহ দুর্ঘটনায় প্রাণে বেঁচে ফিরলেন পুরাতন...