নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- চলতি বর্ষায় ফের জলদাপাড়া জাতিয় উদ্যান সংলগ্ন শালকুমার এক নম্বর গ্ৰাম পঞ্চায়েত এলাকায় শিশামারা নদীর ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। গতবছর এই নদীতে ভাঙনের পড় রাজ্য সেচ দপ্তর জরূরী মেরামতের কাজ শুরু করে। কিন্তু চলতি বছরের বর্ষায় এই নদীর আর একদিক ভাঙতে শুরু করেছে। এই পরিস্থিতিতে এদিন আলিপুরদুয়ার বিধায়ক সেই ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন। আলিপুরদুয়ার বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, ভুটান পাহাড় থেকে নেমে আসা নদী যে ভবাবহ ভাবে এই এলাকায় প্রভাবিত হচ্ছে তাতে আগামীদিনে ডুয়ার্স অস্তিত্ব সংকটে চলে যেতে পারে। এই পরিস্থিতিতে অবিলম্বে এই ভুটানের নদীপথে যে গতিপথ তা নিয়ন্ত্রন করবার জন্য ফের ভারত ভুটাননের যৌথ নদী কমিশনের দাবি জানিয়েছেন বিধায়ক। তিনি বলেন এই বিষয়ে কেন্দ্রীয় সরকার এখনো কোনো সদর্থক ভুমিকা নিচ্ছে না, অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে এই ডুয়ার্স জঙ্গল চা বাগান বাঁচাতে ভুটানের সঙ্গে আলোচনা করে এই নদীর গতিপথের ব্যাবস্থা করতে হবে শালকুমার এক গ্রাম পঞ্চায়েত এলাকায় নদী ভাঙ্গন নিয়ে রাজ্য সেচ দপ্তরের সঙ্গেও প্রয়োজনীয় আলোচনা করবেন বলে জানিয়েছেন বিধায়ক।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার চলতি বর্ষায় ফের জলদাপাড়া জাতিয় উদ্যান সংলগ্ন শালকুমার এক নম্বর গ্ৰাম পঞ্চায়েত...