ছ বছরের অনাথ শিশু ফিজা খাতুনের পাশে দাঁড়ালো সমাজসেবী।

0
32

নিজস্ব সংবাদদাতা, মালদা, ২০ জুন:- মালদা তে ছয় বছরের অনাথ শিশু।বাবা বিগত ছ’বছর আগেই ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে মারা গিয়েছিলেন। মা বজ্রাঘাতে এক মাস আট দিন আগে মারা গেছেন। ছ বছরের অনাথ শিশুর এখন একমাত্র ভরসা দাদু দিদা। কিন্তু তারাও অচল।বিশেষ কাজকর্ম করতে পারেন না। ভিক্ষাবৃত্তি বা কারো দয়া দাক্ষিণ্য চলে সংসার। ছ বছরের অনাথ শিশু ফিজা খাতুন। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে। মালদার ইংলিশ বাজার ব্লকের উত্তর ভবানীপুর এলাকায় এখন দাদুর দিদার সঙ্গেই অনাথ ফিজা থাকে। তবে এই খবর পেয়ে সমাজসেবী জিমিদার টোটোই করে খাবার বিভিন্ন সামগ্রী ও ফিজার জন্য সুন্দর পোশাক নিয়ে হাজির হয়। মানিকচকের পরে এবার ইংলিশ বাজারে দুস্থের পাশে দেখা গেল জিমিদারকে ফিজার মুখে ও হালকা হাসি ফুটে ওঠে। ভিজার দাদু দিদা জিমিদার কে ধন্যবাদ দিয়েছেন।ফিজার দাদুর একটি অনুরোধ ফিজার পড়াশোনার কেউ দায়িত্ব নিয়ে নিলে বেশ ভালো হতো। সমাজ সেবী জিমিদার বলেন আমি এই অনাথের খবর পেয়ে খাদ্য ও বস্ত্র দিয়ে তার পাশে দাঁড়ালাম।সত্যিই খুবই বেদনাদায়ক ঘটনা। আগামীতে ও এই পরিবারের পাশে আমি রয়েছি। জিমিদার এর সঙ্গে গিয়েছিলেন শেখ তোফাজ্জল। তোফাজ্জল বলেল জিমিদার নিজে পরিশ্রম করে টাকা উপার্জন করে। তার মধ্যে কিছু টাকা দিয়ে গরিব দুস্থদের পাশে দাঁড়াই। আমি তার সঙ্গে থাকি।জিমিদারের এই উদ্যোগ খুব ভালো লাগে আমার।