জলদাপাড়াতে এলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা।

0
29

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- জলদাপাড়াতে এলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। বৃহস্পতিবার তাকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। জলদাপাড়ার গেটেই আটকে দেওয়া হয় তাকে। হলং বন বাংলো এলাকায় প্রবেশের অনুমতি মিলেনি। এদিন সাংসদ মনোজ টিগ্গা অভিযোগ করে বলেন, সংবাদ মাধ্যমকে প্রবেশ করতে দেওয়া হয়নি আমকেও দেওয়া হয়নি এতে বোঝা যাচ্ছে কিছু না কিছু এখানে ষড়যন্ত্র রয়েছে। মনোজ টিগ্গা জানান সবাই জানতে চায় কি ভাবে আগুন লেগেছে তাই তদন্ত হওয়া দরকার। কারন এই এলাকার মানুষের সাথে হলং বন বাংলোর আবেগ জড়িয়ে আছে। উল্লেখ্য, ডুয়ার্সের জলদাপাড়া জাতীয় উদ্যানের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হলং বন বাংলো। জলদাপাড়া জাতীয় উদ্যানের ভিতরে প্রায় ৫০ বছরের বেশি পুরনো এই বন বাংলো পর্যটকদের কাছে ছিল ‘অন্যতম বড় আকর্ষণ’। তারকা থেকে আমজনতা, জঙ্গলে ঘেরা কাঠের এই বাংলোয় রাত কাটাতে মুখিয়ে থাকতেন। উল্লেখ্য, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্র‍য়াত জ্যোতি বসুর পছন্দের বাংলো ছিল এটি। আগুন পুড়ে খাক হয়ে যায় সেই জনপ্রিয় বাংলোটি।