নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- জল যন্ত্রণায় জর্জরিত ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের জটেশ্বর সাহাপাড়া এলাকার বাসিন্দারা। এলাকা বাসীদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই জলে রাস্তা থইথই করে। সেই দূষিত, নোংরা জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের। এলাকার মানুষের বহুদিনের দাবি নিকাশি নালা ও রাস্তার। কিন্তু কেউ সমাধান করেনি আজও। জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলার জটেশ্বর বাজার লাগোয়া এলাকা সাহাপাড়া। এই এলাকার রাস্তায় সামান্য বৃষ্টিতেই জমে যায় জল। প্রতিবছর বর্ষার সময় এই জল যন্ত্রণায় ভুগতে হয় সাহাপাড়া বাসীদের। বৃষ্টিতে নালা নর্দমা ভরে গিয়েছে। রাস্তায় উঠে এসেছে জল। সাপখোপের আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ। নিকাশি ব্যবস্থা নিয়ে এদিন ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসীরা।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার জল যন্ত্রণায় জর্জরিত ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের জটেশ্বর সাহাপাড়া...