তুফানগঞ্জে গেরুয়া শিবিরে ভাঙ্গন, ৩ পঞ্চায়েত সদস্য সহ বেশ কয়েকজন বিজেপির কর্মী সমর্থক যোগ দিল তৃণমূল কংগ্রেসে।

0
26

মনিরুল হক, কোচবিহারঃ লোকসভা ভোটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর ডেপুটি নিশীথ প্রামাণিক পরাজিত হওয়ার পর থেকে কোচবিহার জেলায় একের পর এক বিজেপির দখলে থাকা গ্রাম পঞ্চায়েত গুলো গেরুয়া শিবির ছেড়ে ঘাস ফুলে যোগদান করছেন। সেই ভাঙ্গন যেন কোনমতেই ঠেকাতে পারছে না বিজেপি। আজ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের নিউটাউন কার্যালয়ে এসে বিজেপির দখলে থাকা তুফানগঞ্জ ১নং ব্লকের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের আন্দরন ফুলবাড়ী ২নং অঞ্চলের দুই পঞ্চায়েত সদস্যা সবিতা সাহা, কৃষ্ণ বর্মন ও প্রশান্ত বর্মন নামে এক পঞ্চায়েত সদস্য সহ বেশ কিছু কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃনমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তাদেরকে সাধারণ মানুষের উন্নয়ন ও দলের সকল কর্মীকে নিয়ে এক সাথে চলার বার্তা দেন তৃনমূলের জেলা সভাপতি।
সদ্য বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান করা এক পঞ্চায়েত সদস্যা জানান, দীর্ঘদিন ধরে গ্রামের রাস্তা ঘাট থেকে কোন কিছুর উন্নয়ন করতে পারি নি। তাই লোকসভা ভোটের পর আমার মনে হয়েছে বিজেপিতে থেকে গ্রামের বা সাধারণ মানুষের কোন উন্নয়ন করতে পারবো না। তাই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান করলাম। আগামীতে দল আমাদের যা করতে বলবে এবং যেভাবে গ্রামের উন্নয়ন করতে বলবে, সেই অনুযায়ী এলাকার তৃণমূল নেতা কর্মীদের নিয়ে কাজ করবো বলে জানান তিনি।
এদিন এবিষয়ে কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, তুফানগঞ্জ ১নং ব্লকের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের আন্দরন ফুলবাড়ী ২ নং অঞ্চলের ১২টি আসন রয়েছে। সেখানে পঞ্চায়েত ভোটে বিজেপি ৯টি আসন পায়। তৃণমূল কংগ্রেস পায় ৩টি আসন। ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপির সাংসদ তথা অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিক পরাজিত হলে ওই অঞ্চল থেকে উপপ্রধান সহ ২জন পঞ্চায়েত সদস্য তৃনমূলে যোগদান করেন। তারপর কয়েকদিন কেটে যাওয়ার পর আজ ফের ওই অঞ্চলের ৩ জন পঞ্চায়েত সদস্য সবিতা সাহা, কৃষ্ণ বর্মন ও প্রশান্ত বর্মন সহ ওই এলাকার বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকরা বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান করেন। ফলে ওই অঞ্চলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারায় বিজেপি। ১২টি আসনের মধ্যে তৃণমূলের হাতে এলো ৮টি আসন, বিজেপির রইল ৪টি আসন। কার্যত ওই গ্রাম পঞ্চায়েত দখল নিল তৃণমূল কংগ্রেস। আজ ওই গ্রামে বিজয় মিছিল হবে। আগামী দিনে আমরা বিজেপির প্রধানকে ইস্তাফা দিতে বলা হবে। পরে আমরা আন্দরন ফুলবাড়ী ২ নং অঞ্চলে নতুন করে প্রধান গঠন করবো বলে জানান কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক।