পানীয় জলের দাবিতে রাস্তার উপর হাড়ি, বালতি রেখে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের ঘাটালের রাণীচকে।

0
45

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পানীয় জলের দাবিতে রাস্তার উপর হাড়ি, বালতি রেখে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের।জানা যায় প্রায় কয়েক মাস ধরে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের শ্রীপুর গ্রামে পানীয় জলের সমস্যা,দূর থেকে জল এনে ব্যবহার করতে হচ্ছে গ্রামবাসীদের, চরম সমস্যার মধ্যে রয়েছে গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ জল সমস্যার বিষয়ে একাধিকবার গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বিডিও অফিসে লিখিত জানিয়েছে গ্রামবাসী, কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি, এমনকি সোমবারের মধ্যে জল সমস্যার সমাধান করে দেবে বলে জানিয়েছিল মনোহরপুর দুই গ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী ঘাঁটি, সোমবার কেটে গেলেও সমাধান হয়নি পানীয় জলের শ্রীপুর গ্রামের। বৃহস্পতিবার ঘাটাল রাণীচক গ্রামীণ পিচ রাস্তায় শ্রীপুর মনসাতলা এলাকায় রাস্তার উপরে বাঁশ, হাড়ি, বালতি রেখে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের, জল সমস্যার সমাধান না হলে অবরোধ তুলবে না এমনটাই জানাচ্ছে গ্রামবাসীরা।দীর্ঘক্ষণ পথ অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় ঘাটাল রাণীচক গ্রামীণ পিচ রাস্তায়।