বৃহস্পতিবার রাজ্য বন দপ্তরের বন‍্যপ্রাণ বিভাগের প্রধান মুখ্য বনপাল দেবল রায় জলদাপাড়াতে এলেন।

0
33

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- পুড়ে ছাই আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বন বাংলো। বৃহস্পতিবার রাজ্য বন দপ্তরের বন‍্যপ্রাণ বিভাগের প্রধান মুখ্য বনপাল দেবল রায় জলদাপাড়াতে এলেন। এদিন তিনি জানান, শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এবং ফরেন্সিক দল এসে নমুনা সংগ্ৰহ করেছে। ঘটনার তদন্ত চলছে। প্রসঙ্গগত চারিদিক ঘেরা সবুজ জঙ্গলে, সামনে সুসজ্জিত বাগান, তারই মাঝে ছিমছাম একটা বাংলো। ডুয়ার্সের জলদাপাড়ায়, হলুদ পিলারের ওপর দাঁড়ানো হালকা সবুজ কটেজ। বড় শান্ত চারিপাশ। জঙ্গলপ্রেমী কত বাঙালির আবেগ মিশে এই বাংলোর সঙ্গে। আর এই হলং বাংলোই মঙ্গলবার রাতের পর থেকে কার্যত অস্তিত্বহীন।কয়েক মিনিটের মধ্যে চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেল আস্ত বাংলো।