মোটরসাইকেল ও একটি বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম বাইক চালক ও আরোহী।

0
51

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মোটরসাইকেল ও একটি বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম বাইক চালক ও আরোহী। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের যোগমায়া অরবিন্দ সংঘ সংলগ্ন বালুরঘাট – হিলি ৫১২ নম্বর জাতীয় সড়কে। অচৈতন্য অবস্থায় দুর্ঘটনায় কবলে পড়া দুজনকে সংকটজনক অবস্থায় বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বালুরঘাট থেকে বেরোনো বাস, গাড়ি ও হিলি থেকে আসা গাড়ি যাতায়াত অবরুদ্ধ হয়ে পড়ে। বাসের চালক এলাকা ছেড়ে চম্পট দিয়েছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পুলিশি হস্তক্ষেপে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। আহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।