UGC-NET এ দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান।

0
35

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গত ১৮ই জুন অনুষ্ঠিত সর্বভারতীয় NET পরীক্ষার দুর্নীতির টের পেয়ে পরীক্ষা বাতিল করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক, NEET-UG র পর এমন দুর্নীতি প্রকাশ্যে আসায় শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে ক্ষোভ হতাশা। এই দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ দেখালো মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও গবেষকরা। ছাত্র সংগঠন AIDSOর আহ্বানে এই বিক্ষোভ হয়। উপস্থিত ছিলেন জেলা সংগঠনের সম্পাদক তনুশ্রী বেজ । বিশ্ববিদ্যালয়ের এক গবেষক বলেন- “কেন্দ্র সরকার জাতীয় শিক্ষানীতি ২০২০ এর মধ্য দিয়ে একদেশ এক পরীক্ষা করতে চেয়েছিলেন, যা আজকে দুর্নীতির জন্ম দিচ্ছে, এজেন্সি রাজ কায়েম করেছে আর কোচিং লবি গুলির মুনাফার বন্দোবস্ত করেছে।” এদিন উপাচার্যের মারফত ইউজিসি চেয়ারম্যান এর নিকট ডেপুটেশনও প্রদান করেন পড়ুয়ারা।