নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পূর্ত দপ্তরকে বারবার জানানোর পরেও ফুলিয়া এলাকায় স্টেশন রোডের দুপাশে একাধিক মৃতপ্রায় পুরনো গাছগুলি কেন কাটা হচ্ছে না, এই নিয়ে শুক্রবার দুপুরে রানাঘাটের পূর্ত দপ্তর (সড়ক) অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি চঞ্চল চক্রবর্তী। ফুলিয়া এলাকার প্রায় ৩০ জন গ্রামবাসীকে সঙ্গে নিয়ে এদিন দুপুরে রানাঘাট মিশন রোডের পাশে থাকা পূর্ত দপ্তরের অফিসে যান তিনি। পূর্ত ডক্টর সড়ক বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সে সময় অফিসে উপস্থিত না থাকলেও জুনিয়র ইঞ্জিনিয়ারসহ অন্যান্য কর্মচারীরা ছিলেন। গাছ কাটার বিষয়ে তারা কোনও সদুত্তর দিতে পারেননি। এরপরেই জুনিয়র ইঞ্জিনিয়ার এর ঘরের দরজায় তালা ঝুলিয়ে শুরু হয় বিক্ষোভ। যতক্ষণ না পর্যন্ত পূর্ত দপ্তর গাছ কাটার বিষয়ে সিদ্ধান্ত জানায়, ততক্ষণ বিক্ষোভ জারি থাকবে বলে হুশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।
Home রাজ্য দক্ষিণ বাংলা রানাঘাটের পূর্ত দপ্তর (সড়ক) অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান শান্তিপুর পঞ্চায়েত সমিতির...