কোচবিহার থেকে শিলিগুড়ির পথে দুটি সি,এন,জি বাসে উদ্বোধন করলেন এনবিএসটিসি-র চেয়ারম্যান পার্থ প্রতিম রায়।

0
27

মনিরুল হক, কোচবিহারঃ উত্তরের পথে চালু হল দুটি সি,এন,জি বাস পরিষেবা। সোমবার কোচবিহারের এনবিএসটিসি বাস টার্মিনাসে ওই দুটি বাসের উদ্বোধন করলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। এদিন সেখানে সবুজ পতাকা দেখিয়ে নতুন দুটি সিএনজি বাসের সূচনা করা হয়। এই দুটি বাস কোচবিহার টার্মিনাসে থেকে শিলিগুড়ি রোডে পরিষেবা শুরু হয়। এদিন তিনি ছাড়াও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম ম্যানেজিং ডিরেক্টর দীপংকর পিপলাই, ডিভিশনাল ম্যানেজার শ্যামল বসাক, চিপ অ্যাকাউন্ট অফিসার ভজন কুমার দাস সহ আরও অনেকেই।
জানা গেছে, এনবিএসটিসি রাজ্য পরিবহন দপ্তর থেকে সিএনজি বাস কেনার জন্য দুটি ধাপে প্রায় ১৩ কোটির বেশি টাকা পেয়েছেন। সেই টাকার মোট ৩০টি সিএনজি বাস কেনা হয়। তার মধ্যে কিছুদিন আগে দুটি বাস কোচবিহারে এসেছিলেন। বাকি বাস গুলির তৈরীর কাজ চলছে কলকাতায়। আগামী চার মাসের মধ্যে কয়েক ভাগে বাস গুলো কোচবিহারে আসবে। সিএনজি বাস পরিষেবা চালু হলে নিগমের আয় অনেকটা বাড়বে বলে জানা গিয়েছে। কারণ ডিজেল বাসে এখন প্রতি কিলোমিটারে ২২ টাকা ১৬ পয়সা জ্বালানি খরচ হয়। কিন্তু সিএনজি বাসে খরচ হয় ১৬ টাকা। এছাড়া একই সঙ্গে যাত্রী-স্বাচ্ছন্দ ও পরিষেবা উন্নত মানের হবে। এই বাসের সিট উন্নতমানের, প্যানিক বোতাম রয়েছে বাসে। যাতে দুর্ঘটনায় সেই বোতাম চাপলে কেন্দ্রীয়ভাবে সেই খবর চলে যাবে নিগমের কন্ট্রোল রুমে। এই বাসে উন্নত ট্রাকিং পরিষেবা থাকবে। তার মাধ্যমে জানা যাবে বাসটি কোন পথে, কোথায় আছে। এই বাসের সিএনজি পুন্ডিবাড়িতে ভরানো হবে। সারা কোচবিহার জেলায় পাইপ লাইনে গ্যাস পৌঁছে যাবে। তখন আরও ১০টা কিলোমিটার কমে যাবে বলে জানা গিয়েছে। আজ কোচবিহার টার্মিনাসে থেকে শিলিগুড়ি রোডে পরিষেবা শুরু হয়। ওই বাসে করে সংস্থায় চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর, ডিভিশনাল ম্যানেজার সহ অন্যান্য আধিকারিকরা সি এন জি ভরতে যান পুন্ডিবাড়িতে।