কোচবিহার শহরে ফুটপাতে থাকা অস্থায়ী দোকান ভেঙ্গে দিল জেলা পুলিশের আধিকারিকরা।

0
29

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা, ২৫ জুনঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল পুলিশকে ভৎসনার পর তৎপরত কোচবিহার জেলা পুলিশ। এদিন কোচবিহার জেনকিন্স স্কুল ও রাসমেলা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ফুটপাতে থাকা অস্থায়ী দোকান ভেঙ্গে দিল কোচবিহার জেলা পুলিশের আধিকারিকরা। এদিন সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা, কোচবিহার জেলা পুলিশের ডিএসপি হেড কোয়ার্টার চন্দন দাস, কোতোয়ালি থানার আইসি তপন পাল, কোচবিহার টাউনবাবু মিঠুন বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, রাস্তার ধারে ফুটপাতে কোনরকম দোকান করা যাবে না। তাই ফুটপাতে থাকা ব্যবসায়ীদের বলার পরেও যারা দোকান ভেঙ্গে নেন নি। এদিন জেলা প্রশাসনের উদ্যোগে ওই অস্থায়ী দোকান গুলোকে ভেঙে দেওয়া হয়।
এদিন এবিষয়ে ফুটপাতের এক ব্যবসায়ী গোপাল গুহ নিয়োগী জানান, হঠাৎ করে না জানিয়ে আমাদের দোকানগুলো ভেঙে ফেলল। আমাদের সময় দিলে আমরা নিজেরাই দোকান ভেঙে নিতাম। এভাবে দোকান ভেঙে ফেলায় আমাদের আরও ক্ষতির মুখে পড়তে হলো। এরপর থেকে যদি দোকান করতে না দেওয়া হয় তাহলে ফাঁসি দিয়ে আত্মহত্যা করা ছাড়া আর কোন উপায় থাকবেনা।