নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পার্থেনিয়াম গাছ নির্মূল করতে এবার পার্থেনিয়াম সাফাই অভিযান শুরু করলো রানাঘাট পুরসভা। আর তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার রানাঘাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে সাফাই করা হলো পার্থেনিয়াম। মঙ্গলবার সকালে রানাঘাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার জয়দীপ দত্তের নেতৃত্বে বিশ্বাস পাড়া, ব্যানার্জি লেন, মন্দির পাড়া সহ একাধিক জায়গায় পার্থেনিয়াম সাফাই করেন পুরসভার সাফাই কর্মীরা। মূলত এই পার্থেনিয়াম গাছের ফুল থেকে মানুষের শ্বাসকষ্ট জনিত রোগ সৃষ্টি হতে পারে। তাই বর্ষার আগেই এই পার্থেনিয়ান বিনষ্ট অভিযান বলে দাবি কাউন্সিলার জয়দীপ দত্তের। আগামী দিনে রানাঘাট পুরসভার অন্যান্য ওয়ার্ডেও এই অভিযান চলবে বলে পুরসভা সূত্রে খবর।
Home রাজ্য দক্ষিণ বাংলা পার্থেনিয়াম গাছ নির্মূল করতে এবার পার্থেনিয়াম সাফাই অভিযান শুরু করলো রানাঘাট পুরসভা।