ফের উচ্ছেদ অভিযান কোচবিহারে, ২০টি দোকান গুঁড়িয়ে দিল জেলা প্রশাসন।

0
45

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা ২৫ জুনঃ জেলা পরিবহণ দপ্তরের সামনে উচ্ছেদ অভিযান চালাল কোচবিহার জেলা প্রশাসন। এদিন কোচবিহার শহর লাগোয়া মনীন্দ্রনাথ হাই স্কুল সংলগ্ন মহিষবাথান এলাকায় ওই উচ্ছেদ অভিযান চালান। এদিন ওই এলাকায় প্রায় ২০টি দোকান ভেঙে দেওয়া হয় বলে জানা গিয়েছে। এর আগেও সেখানে উচ্ছেদ অভিযান চালিয়েছিল জেলা প্রশাসন।
ব্যবসায়ীদের অভিযোগ,গতকাল বিকেলে ওই এলাকায় প্রশাসনের তরফে মাইকিং করে জানান দোকানপাট সরিয়ে নিতে হবে। না হলে ব্যবস্থা নেবে জেলা প্রশাসন। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এদিন ফের পুন্ডিবাড়ি থানার পুলিশের উপস্থিতিতে জেলা প্রশাসনের তরফে দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়। ব্যবসায়ীরা ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন।
এদিন জেলা প্রশাসনের তরফে জানানো হয়, গতকাল বিকেলে প্রশাসনের তরফে মাইকিং করে দোকানপাট সরিয়ে নিতে বলা হয়েছে। কিন্তু আজ সেই মহিষবাথান এলাকায় ওই উচ্ছেদ অভিযান চালানো হয়। সেখানে প্রায় ২০টি দোকান ভেঙে দেওয়া হয় বলে জানা গিয়েছে। ওই উচ্ছেদকে কেন্দ্র করে এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়ায়।