ফের বিজেপিতে ভাঙ্গন কোচবিহারে, বিজেপির ৩ পঞ্চায়েত সদস্যা সহ বেশ কয়েকজন কর্মী সমর্থক যোগ দিল তৃনমূলে।

0
22

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা’ ২৫ জুনঃ ফের বিজেপিতে ভাঙ্গন কোচবিহার জেলার তুফানগঞ্জে। আজ তুফানগঞ্জ ২ নং ব্লকের ভানুকুমারী ১ নং অঞ্চলের পঞ্চায়েত সদস্যা রূপালী দাস মহন্ত, স্বপ্না সূত্রধর, সুপ্রিয়া বর্মন সহ বেশ কিছু বুথ সভাপতি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদিন তারা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের নিউটাউন কার্যালয়ে এসে জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
এদিন সদ্য বিজেপি ছেড়ে তৃনমূলে যোগ দেওয়া তুফানগঞ্জ ২ নং ব্লকের ভানুকুমারী ১ নং অঞ্চলের পঞ্চায়েত সদস্যরা জানান, এলাকায় আমরা মানুষের উন্নয়ন করার জন্য আজ বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান করলাম। আগামী দিনে দলের একনিষ্ঠ কর্মী হয়ে এলাকার মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প গুলো মানুষের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টাই করবো।
এদিন এবিষয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সমস্ত সামাজিক সুরক্ষা প্রকল্প গুলির দায়বদ্ধতা নিয়ে এলাকায় মানুষের উন্নয়ন করার অঙ্গীকার করে তারা আজ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। আজ তুফানগঞ্জ ২ নং ব্লকের ভানুকুমারী ১ নং অঞ্চলের পঞ্চায়েত সদস্যা রূপালী দাস মহন্ত, স্বপ্না সূত্রধর, সুপ্রিয়া বর্মন সহ বেশ কিছু বুথ সভাপতি বিজেপি ছেড়ে তৃনমূলে যোগ দান করেন। তারা যেহেতু জনগণের ভোটে জয়ী হয়েছেন। তাই তাদের আমাদের দলে যোগদান করালাম। কারন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, লোকসভার সাংসদ, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত আমাদের দখলে। সেই কারনে আমাদের জেলায় সব রকম উন্নয়ন আমরা ছাড়া বিজেপি করতে পারবে না। সেই কারনে লোকসভা ভোটের পর কোচবিহার জেলায় ১১টি অঞ্চল নতুন করে দখল নিল তৃণমূল কংগ্রেস। ওই ১১টি অঞ্চলে মোট ১২৫ জন পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান করেন। আগামী দিনে যারা বাকি রয়েছে তারা যেন আমাদের দলে যোগদান করেন সেই আশা রাখব।
উল্লেখ্য, কোচবিহার লোকসভা ভোটে তৃণমূল প্রার্থীর কাছে পরাজিত হয় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। ভোটের ফলাফলের দিনে পরাজিত হওয়ার আভাস পাওয়ার পর গণনা কেন্দ্র থেকে নিশীথ প্রামাণিক দিল্লিতে চলে যান। কিন্তু যে সময় গেরুয়া শিবিরের কর্মী সমর্থকদের যাকে প্রয়োজন সেই সময় তিনি দিল্লিতে পালিয়ে গিয়েছেন। তারপর থেকে যেন গেরুয়া শিবিরে ভাঙ্গন অব্যাহত। একের পর এক বিজেপির দখলে থাকা গ্রাম পঞ্চায়েত সদস্য ও কর্মীরা যোগ দিচ্ছে তৃনমূলে। বিজেপির দখলে থাকা ২৪টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১১টি অঞ্চল দখল নিল তৃণমূল কংগ্রেস। ওই ১১টি অঞ্চলে মোট ১২৫ জন পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান করেন বলে জানা গিয়েছে তৃণমূল সূত্রে।