শহরবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে পথে নামলো পুরসভা।

0
27

নিজস্ব সংবাদদাতা, মালদা:- শহরবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে পথে নামলো পুরসভা। শনিবার ইরিগেশন দপ্তর ও জাতীয় সড়ক কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে বাইপাসের ধারে থাকা শহরের জল নিষ্কাশনের মূল হাইড্রেন পরিদর্শন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। সঙ্গে ছিলেন ইরিগেশন দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মানিউল ইসলাম, জাতীয় সড়ক কর্তৃপক্ষের এক আধিকারিক সুভাষ সিং, ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর মনীষা সাহা মন্ডল, সন্ধ্যা দাস, বিরোধী দলনেতা অম্লান ভাদুরি সহ অন্যান্য আধিকারিক।
বাইপাসের ধারে শহরের জল নিষ্কাশনের যে মূল হাইড্রেন সেই আয়োজনের বাউন্ডারির প্রয়োজন রয়েছে বলে জানান চেয়ারম্যান। বাউন্ডারি বাইপাসের ধারের মাটির ধ্বস নেমে ড্রেন বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই দ্রুত এই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। এছাড়া ড্রেনের জল মহানন্দা নদীতে পড়বে তার জলস্তর কি পরিমাপ তার উপরে নির্ভর করবে, সেইমতো ব্যবস্থা গ্রহণ করা হবে। এক কথায় যে কোন প্রকারের মাস্টার প্ল্যান তৈরি করে এবার শহরবাসিকে জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার উদ্যোগ পুরসভার।