অযোগ্য : রাণু সরকার।।

0
25

কেনো অন্তর থেকে নির্গমন হয়-দুর্বল প্রেম
পরিত্যাজ্য দুর্গন্ধযুক্ত,
সেখানে আজ ও জ্বলন্ত তুষানল,
আড়াল রেখেছো দুই পর্বতচূড়ার তলে-
মহাপাতক ভীষণ দম্ভ তোমার।

স্বপ্নঘোর ও আবেশ নেই- অদ্ভুত নরকের কুণ্ডে নিমজ্জিত অন্তহীন অশুভ স্বপ্নে- বিষাক্ত শাণিত তীরের ফলা।
ভয়ে দ্রুত কম্পনের দেখাও ভাব-
প্রবেশ দ্বার খুলতে হয় বিলম্ব মহামারী ছুঁতমার্গ,
সমগ্র পৃথিবী অকল্যাণকর বদ্ধদ্বার,
হৃদযন্ত্রের কম্পনে পাছে ধ্বনিত হয় পাত্র।

দৃষ্টিহীন তুমি নিবারণের অযোগ্য,
কঠিন করতল সংকুচিত করে জড়িয়ে
ধরা নিস্পৃহতা-
ভালোবাসার ব্যক্তির অভাব নেই,
ভয়ার্ত ধ্বনি ব্যক্তকরণ না হলে স্বাস্থ্যহানি শঙ্কিতচিত্ত কালো নিশায় হয় পরিণত-
তবে কেনো আমায় দেখলে বমনের অনুকারধ্বনি?
তোমার তুলনার উপযুক্ত নই আমি।